অনুসন্ধান নিউজ :: সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জহিরুল হক বলেছেন, দীর্ঘ পড়াশোনার অবসাদ কাটাতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই। সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মানসিক স্থিতিশীলতা প্রদানের পাশাপাশি মননশীল হয়ে গড়ে উঠতে সহায়তা করে। স্কলার্সহোম সিলেট বিভাগে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রাখছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবছর দেশে-বিদেশে অভাবনীয় সাফল্য অর্জন করছেন। সিলেটে বিভাগে ইংরেজি মাধ্যম শিক্ষার প্রসারে আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছে স্কলার্সহোম।
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে ক্যাম্পাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী।
প্রভাষক কামরুল হক জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মীনাক্ষি সাহা।এসময় উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরীসহ অন্যারা উপস্থিত ছিলেন।
দুটি বিভাগে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগীতায় শিক্ষার্থীরা হামদ-নাত, নাচ ও বিভিন্ন বিষয়ভিত্তিক গানের প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিক্ষার্থী সপ্তর্ষি সাহা লস্কর ও সাদিয়া বেগম রামিসা।