শিরোনাম :
মাধবপুরে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর র‌্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ যুবক আটক সিলেটে লিডারশিপ ডেভেলপমেন্ট অব টি গার্ডেন এর সভা অনুষ্ঠিত দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুছরত হকের বিদায় সংবর্ধনা সিলেটের ১ কোটি ৭০ হাজার টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বাংলাদেশ মানবাধিকার কমিশন এয়ারপোর্ট থানা শাখার র‌্যালি ও আলোচনা বালাগঞ্জ ওসমানী নগর কল্যাণ সমিতি সিলেটের জরুরী সভা অনুষ্ঠিত সিলেট সদরে অভিযান দুই দিনের মধ্যে পাথর মিল সরিয়ে নেওয়ার নির্দেশ শহীদদের রক্তের শপথ নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : এড. এমরান চৌধুরী সিলেট সীমান্তে মানবপাচারকারী সহ ভারতীয় নারী আটক

আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রায় এমপি হাবিব ও অধ্যাপক জাকিরের ‘অশান্তি’

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে নগরীর রেজিস্টারি মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরআগে রেজিস্টারি মাঠ এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় উপস্থিত একাধিক নেতা জানান, শোভাযাত্রা শুরুর আগে রেজিস্টারি মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের বক্তব্য চলাকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা হতে দেখা যায়। পরে উপস্থিত অন্য নেতারা তাদের বিষয়টি সমাধান করেন। তবে কোন কারণে তাদের মধ্যে উত্তপ্ত বাকবিতন্ডা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

 

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, উনার (এমপি হাবিব) সঙ্গে কোন কিছুই হয়নি। আমাদের শান্তিপূর্ণ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

তবে শোভাযাত্রায় উপস্থিতে একাধিক দলীয় নেতা বাকবিতন্ডার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain