নিউজ ডেস্ক :: লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে কৃষক দলের এক কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় পুলিশের ৩০ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. সজীব। তিনি জেলার চন্দ্রগঞ্জ থানার কৃষক দলের সদস্য ছিলেন বলে জানা গেছে।
জেলা বিএনপির সদস্য সদস্য সচিব অ্যাডভোকেট হাসিবুর রহমান জানান, শান্তিপূর্ণ বিএনপির পদযাত্রার মিছিল যখন শহরের আধুনিক হাসপাতালের সামনে যায় তখন পুলিশ তাদের ব্যারিকেট দেয়। এসময় নেতাকর্মীরা ব্যারিকেট ভেঙে সামনে গেলে পুলিশ গুলি ও টিয়ারগ্যাস ছোড়ে। এতে বিএনপির প্রায় ১০০ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুলিতে সজিব নামে কৃষকদলের এক কর্মী নিহত হয়।
তিনি জানান, আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দিকে জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ সদর হাসপাতালে সাংবাদিকদের জানান, বিএনপির নেতাকর্মীরা ব্যারিকেট ভেঙে আধুনিক হাসপাতালের সামনে দিয়ে হাইওয়ে সড়কে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের কর্মকর্তাসহ ৩০ জন সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪৫ মিনিট ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।
পুলিশ সুপার বলেন, শহরের আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।