শিরোনাম :

আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিতে হাঙ্গেরি যাচ্ছে সিলেটের সৌম্য

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের কৃতি ছাত্র দেবজ্যোতি দাশ সৌম্য ৩৫ তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড এ অংশগ্রহণ করছে। সৌম্য আগামী ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০২৩ ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ৩৫ তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ টিমের সদস্য হিসাবে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। চার সদস্যের এ টিমে রাজশাহীর ফারহান আহমদ, জারিফ রহমান, চট্টগ্রামের আবরার আল সামিত আরাফ।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিযোগীদের সাথে বিভিন্ন ইভেন্টে তারা অংশগ্রহণ করবে। বাংলাদেশ টিমের নেতৃত্ব দিবেন বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. সোহেল রহমান ও ব্রাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. কায়কোবাদ।

 

এর আগে সৌম্য গত বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ৩৪ তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে ব্রোঞ্চ পদক লাভ করে। সে এ বছর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

 

সৌম্য সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা চন্দন দাশ ও শিখা রানী দাশের জ্যেষ্ঠ সন্তান। সে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain