শিরোনাম :

রোটারী মিডটাউনের গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের ১৬৯৫তম সাপ্তাহিক সভা ও গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের ুসভাপতি রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিনের সভাপতিত্বে ও সঞ্চালনায় গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮২ এর জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিএইচএফ বি এমডি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোটারী ক্লাবগুলো মানববতার কল্যানে কাজ করে যাচ্ছে। সেই ধারায়ু জেলা গভর্নরস কর্তৃক ঘোষিত কার্যক্রম গুলোকে এগিয়ে নিতে হবে। তিনি সিলেটের প্রাচীনতম সেবামূলক সংগঠন রোটারি মিডটাউনের কর্মতৎপরতার ভূয়শী প্রশংসা করে বলেন, আমার বিশ্বাস এই ক্লাব একদিন অনেক উচুস্থানে আসন করে নেবে। তিনি ক্লাবের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিস্ট্রিক ফাস্ট লেডি রোটারিয়ান পি পি সামিনা ইসলাম, এরিয়া ডিরেক্টর রোটারিয়ান একে এম সামসুল হক দিপু, ক্লাবের এসাইন ডেপুটি গভর্নর রোটারিয়ান পি পি আব্দুর নূর রুহেল, ডেপুটি গভর্নর রোটারিয়ান পি পি আতিকুর রেজা চৌধুরী পিএইচএফ এমসি, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পি পি জাকির আলী আরএফএসএম, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পি পি জুম্মন তারেক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান পি পি আব্দুল হাফিজ পিএইচএফ। রোটারী ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পি পি এডভোকেট জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান পি পি প্রফেসর সাখাওয়াত হোসেন পিএইচএফ। ধন্যবাদ বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি বিধুভূষণ চক্রবর্তী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রোটারিয়ান পি পি শাহজামাল আহমেদ পিএইচএফ, আই পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন আরএফএসএম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ আরএফএসএম। এর আগে সন্ধ্যায় জেলা গভর্নরের উপস্থিতিতে অফিসিয়াল এক্সক্লুসিভ মিটিং অনুষ্ঠিত হয়। পরে রোটারী ৭ এরিয়া অফ ফোকাসের অন্তর্ভুক্ত কমিউনিটি ও ইকোনমিক ডেভেলপমেন্ট প্রজেক্টর আওতাধীন ২ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে বয়স্ক ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain