শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সভা অনুষ্ঠিত ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের হুইলচেয়ার বিতরন ২৮ সেপ্টেম্বরের যৌথ সভা সফল করতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কামালবাজার ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা সিলেট সীমান্তে ফের কোটি টাকার চোরাই পণ্য-পশু জব্দ সিলেট ডলিয়া গ্রামে শিবমন্দিরের জমি দখলে অপতৎপরতার অভিযোগ-সংবাদ সম্মেলন সিলেটে ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শনে উপ-মহাপরিচালক শহীদ তুরাবের হত্যাকারী সাবেক ওসি মঈনসহ সকলকে অবিলম্বে গ্রেফতার করুন কাল স্মারকলিপি প্রদান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি প্রতিবাদে-সিলেট জেলা ওয়ার্কার্স পাটির বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ‘রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামায়াত’ শ্লোগানকে সামনে রেখে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি প্রতিবাদে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লাল পতাকার মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওসমানী শিশু পার্কের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্টির কেন্দ্রীয় সম্পাদক পরিষদের সদস্য ও জেলা সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদসহ চরম ডানপন্থী শক্তির ষড়যন্ত্র রুখে দিন, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখুন। সাংবিধানিক ধারায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে নিন। সরকার লাগামহীন দুর্নীতি, লুটপাট ও দলীয় লোকদের সুবিধা দেয়ার জন্যই সম্পূর্ণ অযৌক্তিকভাবে ডিজেল, কেরোসিন ও এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানীর দাম কমানো হলেও আমাদের দেশে বারবার মূল্যবৃদ্ধি গণদুর্ভোগ সৃষ্টির অনুসঙ্গ হয়ে দেখা দিয়েছে।
এমনিতে দ্রব্যমূল্যের সীমাহীন বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। টিসিবির ট্রাকের পিছে লম্বা লাইন প্রমাণ করছে মানুষের ক্রয় ক্ষমতা সাধ্যের কত বাইরে চলে গেছে। এহেন মুহূর্তে কেরোসিন ডিজেল ও গ্যাসের দাম রাতারাতি অস্বাভাবিক বাড়ায় সর্বপ্রকার পরিবহনের ভাড়া বেড়ে যাবে। ইতিমধ্যে পরিবহন ধর্মঘটের কারণে যাতায়াত ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। এ যেন জনগণের জন্য মরার উপর খাড়ার ঘা। আওয়ামী লীগ যে ২৩ দফার ভিত্তিতে সরকার গঠন করেছিল তা ইতোমধ্যে ভঙ্গ করেছে। এতে আগামী নির্বাচনের জন্য বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে।
বক্তব্য রাখেন পার্টির সম্পাদক ম-লী সদস্য কমরেড হিমাংশু মিত্র, মোহিতোশ চৌধুরী প্রসাদ, আব্দুল্লাহ খোকন, আলমগীর হোসেন রুমেল, মাসুদ রানা চৌধুরী, মিলন উরাং, ইব্রাহিম আলী, ছাত্র মৈত্রী সিলেট জেলা সাধারণ সম্পাদক বিজয় করিম, আকলিমা আক্তার, রুহুল আমীন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain