অনুসন্ধান নিউজ :: সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে লোড বৃদ্ধির দাবিতে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে পরিবহন সেক্টরের ৪টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপশহরস্থ সংগঠনের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা সিলেটের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে লোড বৃদ্ধির দাবি জানান এবং সিলেটের চাহিদা পূরণ করতে অতি শীঘ্রই এর সমাধানের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন অনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজওয়ান আহমদের পরিচালনায় মতবিনিময়কালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি কামাল উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ ফয়েজ উদ্দিন, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলী আফসাদ মো. ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত ধর বাপ্পি, স্যার জন রাসু, মো. আখতার ফারুক লিটন, আনহার উদ্দিন, ইমন আলী, ফখরুল ইসলাম, আব্দুশ শহীদ, আলী আকবর রাজন, মো. মাহবুব মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি