নিউজ ডেস্ক :: সিলেটে এখন পর্যন্ত ইয়াবা ট্যাবলেটের সবচেয়ে বড় চালান জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৯ এর একটি টিম সোমবার (৪ মার্চ) বিকাল ৫টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের একটি বাড়ি থেকে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
এসময় হোসেন আহমেদ (৩৫) ও সিরাজ উদ্দিন (৫১) নামে দুই মাদক কারবারিকে আটক করে র্যাব। তাদের বাড়ি মাইজকান্দি গ্রামে।
আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিউর রহমান সোহেল।
তিনি বলেন- এটাই সিলেটে জব্দকৃত ইয়াবার সবচেয়ে বড় চালান। এর আগে ২০২২ সালে ৩৩ হাজার পিস ইয়াবার একটি বড় চালান সিলেটে জব্দ করেছিলো র্যাব-৯।