শিরোনাম :
আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়- প্রফেসর ড. এমরান জাহান সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন সিলেট চেম্বারের ‌কমিটির পদত্যাগ চান ব্যবসায়ীরা মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে সিলেটে বিক্ষোভ সিলেট ওসমানী মেডিকেলের নার্সদের কর্মবিরতি পালন সিলেট নিসচার মাসব্যাপী কর্মসূচীর উদ্ধোধন বিভিন্ন পূজা উদযাপন কমিটির সাথে মহানগর বিএনপির মতবিনিময় সভা দেশনায়ক তারেক রহমান আগামী দিনের পথিকৃৎ: ইমদাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জে রাজিব আহসান জনগন কষ্ট পায় এমন কোন কাজ করা যাবে না আলহাজ্ব ইম্তাজ আলীর মৃত্যুতে মদিনা মার্কেট ব্যবসায়ী মহলের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়- প্রফেসর ড. এমরান জাহান

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  জাহাঙ্গীর বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর ড. এমরান জাহান বলেছেন, আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়। এজন্যে আঞ্চলিক ইতিহাস রচনায় যতœশীল-নিষ্ঠাবান হতে হবে। বিশেষ করে ইতিহাস রচনার পাশাপাশি ইতিহাসের উপাদান সংরক্ষণে যতœশীল হওয়া খুবই জরুরি। কারণ ইতিহাসের দলিল সংরক্ষণ খুবই কঠিন একটি কাজ। এই প্রেক্ষাপটে কবি-গবেষক তাবেদার রসুল বকুল সমাজের সমৃদ্ধিতে ভূমিকা পালনকারীদের তথ্য-কর্ম আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং একই সাথে ইতিহাসের দলিলও সংরক্ষণ করেছেন।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিশিষ্ট কবি-গবেষক তাবেদার রসুল বকুলের ষাট বছর পূর্তিতে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২৯৪তম সাহিত্য আসরে অনুষ্ঠিত সুহৃদ সম্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীর একটি অভিজাত হোটেলে সাইক্লোনের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সেলিম আউয়ালের সভাপতিত্বে গত সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস এন্ড জাস্টিস-এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার মনজুর হাসান ওবিই। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির গবেষনা কর্মকর্তা মামুন সিদ্দিকী, কবি অধ্যক্ষ কালাম আজাদ, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক সুমন কুমার দাশ, শিক্ষাবিদ শিরিন হাসান। সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি এবং কোরআন তেলাওয়াত করেন কবি ওমর ফারুক।
ব্যারিস্টার মনজুর হাসান ওবিই বলেন, তাবেদার রসুল বকুল একজন নিষ্ঠাবান গবেষক। তার গবেষনাকর্ম সম্পাদনে তিনি নিষ্ঠাবান ও পরিশ্রমী।
গবেষক মামুন সিদ্দিকী বলেন, গবেষক তাবেদার রসুল বকুল বাঙ্গালি মুসলমানের আত্মপরিচয়-অগ্রযাত্রা অন্বেষণে নিষ্ঠার পরিচয় দিয়েছেন। তার মধ্যে রয়েছে ঐতিহ্যবোধ এবং মানুষের কল্যাণে কাজ করার স্পৃহা।
কবি-গবেষক তাবেদার রসুল বকুল অনুভূডু ব্যক্ত করে বলেন, আমাকে বেশির ভাগ সময়ই প্রবাসে কাটাতে হয়। কিন্তু মনে পড়ে থাকে দেশে। প্রবাসের ব্যস্ততার মধ্যেও আমি আমার শিকড় অন্বেষণেই বেশিরভাগ সময় অতিবাহিত করি।
গভায় আলোচনায় অংশ নেন অধ্যাপক মোহাম্মদ বিলাল, কবি মুহিত চৌধুরী, কবি কামাল তৈয়ব এডভোকেট, কবি অধ্যাপক বাছিত ইবনে হাবীব, কবি নাজমুল আনসারী, এডভোকেট অনুজ রায় বাদল, বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর কবি আমিনুল ইসলাম, শিক্ষাবিদ জহুর আহমদ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুজিবুর রহমান, কবি ধ্রæব গৌতম, লেখক-সাংবাদিক সালমান ফরিদ, কবি সুফিয়া জমির ডেইজী, এডভোকেট এম.এ. মালিক, প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল, ব্যাংকার মোশতাক চৌধুরী, কবি মাসুদা সিদ্দিকা রুহী, অধ্যাপক শেখ মো. আবদুর রশীদ, ফ্রান্স প্রবাসী লেখক-সাংবাদিক সুহাইল আহমদ, সাংবাদিক চৌধুরী আমিরুল ইসলাম এহিয়া, ঔপন্যাসিক আলেয়া রহমান, সাংবাদিক নূর আহমদ, ছড়াকার অজিত রায় ভজন, ছড়াকার এখলাসুর রহমান, কবি সরওয়ার ফারুকী, কবি ছয়ফুল আলম পারুল, কবি আয়েশা করিম মুন্নী, কবি নাঈমা চৌধুরী, কবি সেনুয়ারা আক্তার চিনু, কবি শান্তা কামালী, কবি বিমান বিহারী বিশ^াস, সংগঠক রিপন মিয়া, কবি সুফি আকবর, ছড়াকার জুবের আহমদ সার্জন, সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি, জেনারুল ইসলাম, নাইমুল ইসলাম গুলজার, শরীফ আহমদ, আলেয়া সোহা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain