সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: হোটেল সেক্টরে বাজার মূল্যের সাথে সংঙ্গতি রেখে নিম্নতম মাসিক ৩০ হাজার টাকা বেতন ও শ্রমিক নেত্রিবৃন্দের উপর ষড়হয়মূলক মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন উদ্যোগে আজ (৩ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে নগরীর তালতলা জেলা কার্যলয়ে সামন থেকে এক মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্কোট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক ইউনিয়ন (ভারপ্রাপ্ত ) সভাপতি মো: ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায়,
মিছিল ও সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন উপদেষ্টা এস এম নুরুল হুদা সালেহ, নুরুল ইসলাম মকবুল, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: জমির আলী, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল, কার্যকারী কমিটির সদস্য মো: আব্দুল রাজ্জাক, জেলা কমিটির দপ্তর সম্পাদক মো: ফজলু মিয়া, জেলা কমিটির প্রচার সম্পাদক মো: আকির হোসেন, জেলা কার্যকারী কমিটির সদস্য মোজাম্মেল আলী, দক্ষিণ সুরমা থানা কমিটির উপদেষ্টা মো: খলিল মিয়া, সহ সভাপতি মো: শিরিন মিয়া, জালালাবাদ থানা কমিটির উপদেষ্ঠা মো: নবীর হোসেন আকাশ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মো: ইসমাইল মিয়া, মো: মতিন মিয়া, নাঈম আহমদ, জাবেদ আহমদ, মো: সুমন আহমদ, মো: আমিন, মো: নুর মিয়া, মো: নয়ন তালুকদার, মো: শহীদ খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিম্নতম মাসিক ৩০ হাজার টাকা বেতন ও সড়ষন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহাপারের দাবী জানানো হয় এবং সারাদেশে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ সারাদিন যা আয় করে তা দিয়ে সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সামর্থ্য হারিয়েছে। সরকারে প্রতি দ্রব্যমূল্য কমানো জন্য আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain