মাধবপুরে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিএসএফ হাতে আটক নারীসহ দুই বাংলাদেশী নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হাতে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় মোহনপর এলাকার সীমান্ত পিলার ১৯৯৪-৪ এর নিকট বিজিবি ধর্মঘর ক্যাম্পের নায়েব সুবেদার আঃ রউফ এবং বিএসএফ ক্যাম্পের এসআই প্রভিন কুমার এর নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে ধর্মঘর বিওপির টহলদলের নিকট তাদের হস্তান্তর করা হয়।

ধৃত বাংলাদেশী নাগরিকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বিনন্দ দাশ এর পুত্র শ্রী মৃদুল দাশ (১৯) ও অর্জুন দাশ এর কন্যা রিমু দাশ(২৫)। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১ টায় ১০৪/মহনপুর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল ভারতের সীমান্তবর্তী মহনপুর এলাকা থেকে উল্লেখিত দুই বাংলাদেশী নাগরিককে আটক করে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তিদের মাধবপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain