অনুসন্ধান ডেস্ক :: নতুন বছরের প্রথম দিন সারাদেশের শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরাও বছরের প্রথম দিন নতুন ও ঝকঝকে বই হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত। আজ বুধবার (১ জানুয়ারি ২০২৫) সিলেটে সিটি মডেল স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বই উৎসব উপলক্ষে সিটি মডেল স্কুল মাঠ অনুষ্ঠিত বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা এতিমখানা পাঠানটুলা সিলেট সুপারিন্টেন্ডেন্ট মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলা উদ্দিন। সিটি মডেল স্কুল চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক রাজন এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরীর পরিচালনা, এসময় বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট বিনয় ভূষন দাস, বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন জয়সহ অন্যান্য অতিথি বৃন্দরা।শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।