শিরোনাম :
সিলেটে সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে রোগী ও নার্সদের ওপর হামলা-আটত-৩ ২৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের ইফতার বিতরণ লন্ডন প্রবাসীদের অর্থায়নে ২০-৩০ রমজান পর্যন্ত ফ্রি সাহরি ও ইফতার আয়োজন সিলেট গণপূর্ত ঠিকাদার কল্যাণ সমিতির ইফতার মাহফিল সম্পন্ন জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান: ১টি এক্সেভেটর জব্দসহ ৪টি এক্সেভেটর ২০টি শেলু মেশিন ধ্বংস অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে প্রতিরোধে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অসুস্থ তামিমের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা সিলেটে সড়ক দু র্ঘ ট না য় প্রাণ গেলো ২ যুবদল নেতার সাহরি আয়োজন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়াইনঘাটে জামায়াতের ইফতার মাহফিল

কক্সবাজার যাওয়ার পথে প্রাণ গেল শালী-দুলাভাইয়ের

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় চট্টগ্রামের সীতাকুণ্ডে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। তাছাড়া এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুরস্থ ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকার হাজী কালামিয়ার ছেলে আনোয়ার হোসেন (৬২) এবং আনোয়ার হোসেনের শ্যালিকা ঢাকা বংশাল থানার নাজিরা বাজার এলাকার মো. ইমতিয়াজ হোসেনের স্ত্রী বিবি রহিমা হোসেন (৬০)। আহতরা হলেন- একই পরিবারের কাজী রিয়াদ (৩৪) ও মাইক্রোবাস চালক (নাম জানা যায় নি)।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী মাইক্রোবাস সকাল ৬টায় দ্রুতগতিতে ফৌজদারহাট বাংলাবাজার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা বৃদ্ধ আনোয়ার হোসেন মারা যান। ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত আরও তিনজনকে চমেক হাসপাতালে পাঠালে সেখানে বিবি রহিমাও মারা যান। এছাড়া চালকসহ দুইজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আনোয়ার হোসেনের ছেলে তালহা বলেন, দুর্ঘটনায় আমার বাবা ও খালা মারা গেছেন। ঘটনার আকস্মিকতায় গাড়িতে থাকা অন্য যাত্রীরাও হতভম্ব। দুইস্বজনের মৃত্যু তারা যেন মানতে পারছেন না।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে একজনকে নিহত ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। পরে হাসপাতালে আরও একজন মারা যান। গাড়িতে আত্মীয়-স্বজনসহ ৮ জন ছিলেন। অন্যরা সামান্য ব্যথা পেয়েছে। তারা আমাদের জানিয়েছেন চালক ঘুম চোখে গাড়ি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মুমিন বলেন, মাইক্রোবাসটি দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই এক বৃদ্ধ এবং হাসপাতালে অপর এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল তৈরি শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain