শিরোনাম :
বিজিবির অভিযানে ১ কোটি ৭৪ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ ঈদ উপলক্ষে সিলেট বাস টার্মিনাল এলাকায় বিআরটি কর্তৃক অভিযান ও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে ছাত্রলীগ নেতা শাফায়াতসহ ৮ জন গ্রেফতার ঈদের পরদিন থেকে কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে গ্রামবাসীর সংঘর্ষ চট্টগ্রামের সেই এলাকায় আবারও দুর্ঘটনা, নিহত ১০ ঈদের ছুটিতে জাফলংয়ে আগত পর্যটকদের সেবায় ছাত্রদল গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া গোয়াইনঘাটে ঈদের দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২৫ এলাকায় পুলিশ মোতায়ন জাফলং পানিতে ডুবে ঈদের ১ম দিনেই প্রাণ গেল পর্যটকের

চা শ্রমিকদের পাশে দাড়ালেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: প্রচলিত আছে যে, জেলা প্রশাসক হলেন একটি জেলার মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থল। কারণ দুঃখে, শোকে, সংকটে ও দুর্যোগে জেলা প্রশাসক মানুষের পাশে দাঁড়ান আস্থার প্রতীক হয়ে। ঠিক সেরকম উদাহরণ তৈরি করলেন সিলেটের জেলা প্রশাসক। আর্থিক সংকট লাঘবে সিলেট জেলার জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ চা বাগানের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালেন মানবিক সহায়তা নিয়ে। তার একান্ত উদ্যোগে ১৪০০ জন চা-শ্রমিকদের মাঝে নগদ সাত লক্ষ টাকা আর্থিক অনুদান ও ১৪ মেট্রিক টন চাল প্রদান করা হয়।
সিলেট সদর উপজেলাধীন বুরজান, কালাগুল, ছেড়াগাং ও খাদিম ফ্যাক্টরি চা বাগানে ১৫ সপ্তাহ ধরে বেতন, ও রেশন বন্ধ থাকায় চা শ্রমিকরা অর্ধাহারে অনাহারে অবর্ণনীয় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন। তারা তাদের দুর্দশার কথা সিলেটের জেলা প্রশাসককে জানালে তিনি বুরজান চা-বাগানের ৩৪৬ জন, কালাগুল চা-বাগানের ৫৪২ জন, ছেড়াগাং চা বাগানের ৩১২জন এবং বুরজান অর্ন্তগত ২০০ জনসহ সর্বমোট=১৪০০ জন চা-শ্রমিকের মাঝে ৫০০ টাকা করে নগদ অর্থ ও ১০ কেজি করে চাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা খাত থেকে বরাদ্দ প্রদান করেন। দ্রুততার সাথে চারটি বাগানে একসাথে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। জেলা প্রশাসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশনায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মিজ্ খোশনূর রুবাইয়াৎ, উপজেলা নির্বাহী অফিসার, সিলেট সদর; এসি ল্যান্ড সিলেট সদর মো. মাহবুবুল ইসলাম, এসি ল্যান্ড সিলেট মহানগর মোঃ আলীম উল্লাহ খান; জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মেরিনা দেবনাথ; শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সিলেট সদর এবং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন ।
চা-শ্রমিকদের ও চা শিল্পের বিদ্যমান সংকট নিরসনে জেলা প্রশাসক মহোদয় অত্যন্ত আন্তরিকতা নিয়ে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন। এর পূর্বে লাক্কাতুরা, দলদলি, ও কেওয়াছড়া চা বাগানে মজুরি ও রেশন বন্ধ থাকাকালীন সময়ে জেলা প্রশাসক এই তিনটি বাগানের ১২০০ শ্রমিকের প্রত্যেককে ৩০ কেজি করে সর্বমোট ৩৬ মেট্রিক টন চাল ও ৬ লক্ষ টাকার খাদ্যসামগ্রী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচি খাত থেকে প্রদান করেন।
এ খাদ্য সহায়তা পাওয়ার পর বুরজান চা-বাগানের চা-শ্রমিকরা বলেন, মজুরী বন্ধ থাকার পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে খুবই সংকটে আছি। প্রায় সময় অর্ধাহারে অনাহারে দিন পার করতে হয়। জেলা প্রশাসক, সিলেট মহোদয়ের মানবিক সহায়তা আমাদের এই কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। আমাদের চা-বাগানের প্রায় সব বাড়িতেই এখন রীতিমতো দুর্ভিক্ষ চলছে। ত্রাণ হাতে পেয়ে কালাগুল বাগানের একজন চা-শ্রমিক বলেন, ডিসি স্যারের আজকের এই সহায়তার ফলে অনেকদিন পর পরিবারের সবাই মিলে পেট ভরে খেতে পারবো। এ খাদ্য সহায়তা পাওয়ার পর হাসিমুখে বাড়ি ফেরেন বুরজান টি এস্টেট এর চা-শ্রমিকরা। সেসময় তারা বলেন , “হামাদের ডিসি স্যার চাউল ও টেকা দিয়েছে। আমরা বাগানের সবাই খুব খুশি হয়েছি।”
চা শ্রমিকগণ এ উদ্যোগের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান এবং তাদের ১১ দফা দাবি বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন। তাদের দাবিগুলোর মধ্যে আছে বন্ধ থাকা মজুরি ও সাপ্তাহিক রেশন প্রদান, বকেয়া পাওনা পরিশোধ।এছাড়াও পেনশন, চিকিৎসা, আবাসন, খাবার পানি ও স্যানিটেশন বিষয়ক চা নীতিমালা সমর্থিত দাবি অন্তর্ভুক্ত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain