শিরোনাম :
বিজিবির অভিযানে ১ কোটি ৭৪ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ ঈদ উপলক্ষে সিলেট বাস টার্মিনাল এলাকায় বিআরটি কর্তৃক অভিযান ও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে ছাত্রলীগ নেতা শাফায়াতসহ ৮ জন গ্রেফতার ঈদের পরদিন থেকে কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে গ্রামবাসীর সংঘর্ষ চট্টগ্রামের সেই এলাকায় আবারও দুর্ঘটনা, নিহত ১০ ঈদের ছুটিতে জাফলংয়ে আগত পর্যটকদের সেবায় ছাত্রদল গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া গোয়াইনঘাটে ঈদের দিনে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ২৫ এলাকায় পুলিশ মোতায়ন জাফলং পানিতে ডুবে ঈদের ১ম দিনেই প্রাণ গেল পর্যটকের

ঈদ উপলক্ষে সিলেট বাস টার্মিনাল এলাকায় বিআরটি কর্তৃক অভিযান ও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এঁর চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বিআরটিএ, সিলেট কর্তৃক আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর-২০২৫ উদ্যাপন শেষে যাত্রী সাধারণের ঈদ ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে ভিজিলেন্স টিম সিলেট কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয। অভিযান পরিচরনা করেন সুমাইয়া ফেরদৌস নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআরটিএ সিলেট। অভিযানে মোটরযানের গতি নিয়ন্ত্রণ, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া,অতিরিক্ত যাত্রী না নেওয়া, ড্রাইভারের পর্যাপ্ত বিশ্রাম নিয়ে গাড়ি চালানো, যাত্রী ও পরিবহন কাউন্টারে সতর্কতা অবলম্বন করার জন্য বিআরটিএ’র অভিযান অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল ) দুপুর সিলেটের বাস টার্মিনাল এলাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জালাবাদ পরিবহনকে ২ হাজার টাকা এবং ইমন পরিবহনকে ১ হাজার টাকা সতর্ক করা হয়।

বিআরটিএ ভিজিলেন্স টিমের মনিটরিং করেন প্রকৌশলী মোঃ ডালিম উদ্দিন, উপপরিচালক বিআরটিএ, সিলেট বিভাগ,
এসময় উপস্থিত ছিলেন, মোটরযান পরিদর্শক বিআরটিএ সিলেট বিভাগ জিল্লুর রহমান চৌধুরী,পরিদর্শক বিআরটিএ সিলেট সার্কেল মোঃ আব্দুল বারী, বাস মালিক সমিতি সিলেট সহ সভাপতি হাসান চৌধুরী, সিলেট জেলার ট্রাক মালিক সমিতির
সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি
নাজির আহমদ স্বপন, বিআরটিএ কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গণমাধ্যম কর্মিরা। যাত্রীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে এ উপলক্ষে বিআরটিএ,পুলিশ বিভাগ, সিটি কর্পোরেশন, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন কতৃক যৌথ উদ্যোগে সিলেট বাস টার্মিনালসহ প্রধান সড়কে এ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain