সিলেট অঞ্চলের কৃষি উন্নয়নে জাতীয় কর্মশালা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ছাইফুল ইসলাম বলেছেন, বিজ্ঞান ভিত্তিক আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার দেশের কৃষি উৎপাদনশীলতায় নতুন গতির সঞ্চার করেছে। জাতীয় অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমান সরকার দেশের কৃষির উন্নয়নে কার্যকর সংযোগ স্থাপন, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ বিতরণ, কৃষি গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, ফসলের নতুন নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। দেশে উচ্চফলনশীল ও জলবায়ু পরিবর্তন সহিষ্ণু নতুন নতুন জাত উদ্ভাবন ও প্রবর্তনের ফলে খাদ্যশস্য, সবজি ও ফল উৎপাদনে বৈচিত্র্য এসেছে এবং ফসল উৎপাদনে দেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। তিনি বলেন, বৃহত্তর সিলেটের পতিত জমিকে চাষের আওতায় আনতে ইতিমধ্যে লাগসই কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। ফলে আজ সিলেটে পতিত জমির সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। এ অঞ্চলের অনেক কৃষক এবং উদ্দোক্তা আজ কৃষিতে মনোনিবেশ করেছে। নতুন নতুন জাতের ফসল উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছে। এ ধারা অব্যাহত রাখতে কৃষি উন্নয়নে সংশ্লিষ্টদের আরো আন্তরিক হতে হবে। তিনি প্রবাসী নির্ভরশীলতা কমিয়ে ফসলের উৎপাদন বৃদ্ধিকরণে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি শনিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী ঢাকা কর্তৃক আয়োজিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের বার্ষিক বার্ষিক মুল্যায়ন ও ভবিষ্যত করনীয় বিষয়ক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েরর প্রফেসর ড. আব্দুল মুকিত, বারি আকবরপুর মৌলভীবাজার এর সিএসও ড মাহমুদুল ইসলাম নজরুল, সিকৃবি ড. মোহাম্মদ ফুয়াদ মন্ডল।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার প্রকল্প পরিচালক মোঃ রকিব উদ্দিন।
কর্মশালার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কৃষক প্রতিনিধি আব্দুল করিম,গীতা পাঠ করেন এসএএও সুমন ঘোষ।
কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনে সিলেট ‘অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি),বাংলাদেশ কৃষি গবেষণা (বারি), কৃষি তথ্য সার্ভিস,বীজ প্রত্যয়ণ এজেন্সী (এসসিএ), বিনা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যৎ উন্নয়ন বোর্ড এর কর্মকর্তাবৃন্দ, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারন অফিসার, এনজিও প্রতিনিধি ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কৃষকগণ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain