শিরোনাম :
পাথরের ভূস্বর্গে কৃষির নবযাত্রা গোয়াইনঘাটে সেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ-সুইচগেট নির্মাণের দাবী মহানগরীর ৩১নং ওয়ার্ডের মুরাদপুর পাড়া বিএনপি মতবিনিময় সভায়-খন্দকার মুক্তাদির সিলেটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ১৮ বারকি নৌকা ধ্বংস মুরব্বিদের হাতেই সালিশি ব্যবস্থা ফিরিয়ে দেয়া হবে: খন্দকার মুক্তাদির ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ধানের শীষকে বিজয়ী করতে হবে: কয়েস লোদী সিলেট এয়ারপোর্ট সড়কে প্রাইভেটকারকে ট্রাকের ধাক্কা, নিহত ১ আহত ৮ সিলেটে এতিম শিশুদের জন্য হচ্ছে বিশ্বমানের স্কুল, বিনামূল্যে পড়ার সুযোগ ভূমিকম্পের পূর্বপ্রস্তুতি ও পরবর্তী করণীয় নির্ধারণ নিয়ে সিসিকের সভায় বিভাগীয় কমিশনার বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কি কারণে পিছিয়ে গেল শাকসু নির্বাচন

মহানগরীর ৩১নং ওয়ার্ডের মুরাদপুর পাড়া বিএনপি মতবিনিময় সভায়-খন্দকার মুক্তাদির

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষে প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা ব্যক্তির রাজনীতি করি না, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সিলেটে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে। সিলেটকে নতুন শষ্যাগার হিসেবে গড়ে তোলতে শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা করার পাশাপাশি কৃষি উন্নয়নে কৃষক, কৃষাণী, যুবক-যুবতিদের প্রশিক্ষণ দেয়া হবে। তথ্য প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়তে শিক্ষক যুব সমাজকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং বেকারত্ব দূর করতে শিক্ষা ব্যবস্থায় কারগরি শিক্ষায় গুরুত্ব দেয়া হবে। সিলেটে জলাবদ্ধ দূর করে সকল রাস্তার উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। আমাকে আপনারা জানেন ও চিনেন, আমি আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা চাই।
গত ২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মহানগরীর ৩১নং ওয়ার্ডের মুরাদপুর পাড়া বিএনপি-এর উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির এর সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, দল যাকে প্রার্থী মনোনীত করে দিয়েছে, তাঁর পক্ষেই আমাদের কাজ করতে হবে। এটাই হবে দলের প্রতি নিবেদিত প্রাণ হওয়ার প্রমাণ।’ বেগম খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে, খন্দকার মুক্তাদিরের পক্ষে আগামী দিনের সুখী-সমৃদ্ধ, সাম্য ও ন্যায় বিচারের বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান।
সিলেট মহানগরীর ৩১নং ওয়ার্ডের মুরাদপুর পাড়া বিএনপি সভাপতি ফটিক মিয়া’র সভাপতিত্বে ও ৩১ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল কালাম এর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সোহেল।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি গিয়াস মিয়া, মঈন মিয়া, নিজাম মিয়া, ইলিয়াস আলী বতাই, ইউনুস আহমদ, রাজন মিয়া , সোহেব, রাজন মিয়া, নূরুল, শামিম, মইনুদ্দিন, আব্দুল কাইয়ুম, মোবারক, আরিজ, রুবেল, সাহেদ, আবুল হোসেন, জুনেদ, নুরুউদ্দিন প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ তোফায়েল। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain