শিরোনাম :
নোংরা রাজনীতি পরিহার করে সুন্দর রাজনীতি করে দেশ এগিয়ে নিতে হবে-যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ইলিয়াস আলীর পরিবার মনে করে ধানের শীষে ভোট দিন : লুনা দিনভর নগরীতে ধানের শীষের পক্ষে প্রচারণায়-খন্দকার মুক্তাদির গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের পক্ষে উঠেছে জোয়ার সিলেটের ১৪ উপজেলায় ইউএনওর দায়িত্ব পেলেন যারা খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে দোয়া মাহফিল বাউল সরকারের ফাঁসির দাবিতে সিলেটে শাহজালাল রহ: তাওহিদি কাফেলার সমাবেশ সিলেটে আবারও ভূমিকম্পে কাঁপল সাংবাদিক সাগর কে ফোনে প্রাণে মারার হুমকি সিলেট বিমানবন্দর থানায় মামলা। সিলেটে কাল থেকে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের পক্ষে উঠেছে জোয়ার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট-৬ আসনের দুই উপজেলা গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের পক্ষে এবং বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে জোয়ার উঠেছে বলে মন্তব্য করছেন সাধারণ ভোটাররা। বুধবার (২৬ নভেম্বর) বিয়ানীবাজারে যুবদলের উদ্যোগে প্রচার মিছিল ও সভা এবং মঙ্গলবার (২৫ নভেম্বর) গোলাপগঞ্জের হেতিমগঞ্জে এলাকাসীর উদ্যোগে আয়োজিত শোকরানা দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিলো লক্ষণীয়। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় কেউ আটকাতে পারবে না বলে বিএনপির তৃণমূলের বক্তব্য।
এদিকে, বিয়ানীবাজার ও গোলাপঞ্জের যুবদল এবং ছাত্রদল নেতাকর্মীরা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে অবিরাম কাজ করছেন বলে জানা গেছে। প্রচার-প্রচারণাকে আরও এগিয়ে নিতে দলীয় প্রার্থীর সঙ্গে করছেন দফায় দফায় পরামর্শ-মতবিনিময়। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সিলেটস্থ কার্যালয়ে গোলাপগঞ্জ ছাত্রদলের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে পরামর্শ সভায় মিলিত হন। এসময় আলোচনার মাধ্যমে আগামী দিনের কর্মপরিকল্পনা ও সিদ্ধান্ত গৃহীত হয় এবং ধানের শীষকে বিজয়ী করতে ছাত্রদল নেতৃবৃন্দ সবসময় এমরান আহমদ চৌধুরীর পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদেলর সহসভাপতি কামরান আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলের যুগ্ম-আহবায়ক জাকারিয়া সাহজাহান, আজিজুল হক স্বপন, সাকেল আহমদ ও সাজু আহমদ এবং আহবায়ক কমিটির সদস্য আহমদ মনসুর, আশফাক আহমদ ও সুহেদুর রহমান প্রমুখ।
এর আগে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের নেতৃত্বে নেতাকর্মীরা এমরান আহমদ চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন। এসময় ধানের শীষকে বিজয়ী করতে এসময় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতাকর্মীরা মাঠে কাজ করায় তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন- সিলেট-৬ আসনে বিএনপি ও সব অঙ্গ-সংগঠন ঐকব্যদ্ধ। আগামীর রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের নির্দেশ কেউ অমান্য করবেন না, এমনটাই দৃঢ় বিশ্বাস। ফেসবুকীয় অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। বিজয় আমাদের হবেই ইনশা আল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain