অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলা বাজার বালু পাথর সাইট এবং শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় প্রশাসনের বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার ৪নং বাংলা বাজার এলাকায় এবং দুপুর ২টায় শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এ সময় অভিযানকালে ৪ নং বাংলা বাজার থেকে ১৩,৩০০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কুয়ারী এলাকা থেকে ৩,২০০ ঘনফুট সহ মোট ১৬৫০০ ঘনফুট বালু জব্দ করা হয়।পরবর্তীতে জব্দকৃত বালু তাৎক্ষণিকভাবে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
এ সময় টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। এছাড়াও অভিযানে আরো অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)র দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবির টিম ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল সহ প্রশাসনের অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে টাস্কফোর্সে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।