অনুসন্ধান ডেস্ক ::: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, মৃত্যুঞ্জয়ী গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। তিনি আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। কিন্তু তিনি তার আদর্শ রেখে গেছেন।
তিনি বলেন, দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ তার (খালেদা জিয়া) জন্য কাঁদছেন। তার দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা সবার হৃদয়ে ধারণ করতে হবে। তিনি মহাকাব্য ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। সব ধর্মের মানুষকে নিয়ে বেঁচে থাকার তার যে ধারণা, তা আমাদের অনুকরণ ও অনুসরণ করতে হবে। তার জন্য সবাইকে দোয়া করতে হবে।
তিনি সোমবার (৫ জানুয়ারি) রাতে সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার ব্রাহ্মণ শাষন এলাকায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মহানগরীর ৮নং ওয়ার্ড মহিলা দল আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব সার্বিক সহযোগিতায় ৮নং ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক দিলারা বেগমের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক শহীদ আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান সফিক, ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক আজমল হোসেন, সভাপতি সবুর আহমদ, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চাঁন মিয়ার বাচ্চু মিয়া, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা দিলোয়ার হোসেন জয়, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মিনহাজ পাঠান, মহানগর যুব দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল হক স্বপন, যুগ্ম সাধারন সম্পাদক ওসমান গনি, মহানগর মহিলা দলের সহ সভাপতি রুবী চৌধুরী।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নতুন বাজার এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুস সত্তার, আব্দুল খালিক, নতুন বাজার মসজিদ কমিটির মোতাওল্লী আব্দুল আহাদ, আশরাফ উদ্দিন, শায়েস্তা মিয়া, সাইফুল ইসলাম, মোঃ আব্দুল আজিজ, মোঃ সিদ্দেক আলী, বাবুল মিয়া, জুবের আহমদ, সফিকুল ইসলাম রাসেল, আনোয়ার হোসেন, আনোয়ার আলী, বাইন উদ্দিন, রাজন মিয়া, সানিম হান্নান, শেখ সাক্কুল, রাজু মিয়া, শেখ সালমান, শেখ আরমান, রবিউল হাসান, আখতার হোসেন রবিন, ফারুক আহমদ, জামাল উদ্দিন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল মহিলা শ্রমিক দলের আহ্বায়ক শাহিমা আক্তার শিমা, সদস্য সচিব রোকেয়া বেগম, ৮নং ওয়ার্ড মহিলাদলের আহ্বায়ক কমিটির সদস্য তান্নি আক্তার, রিমা আচার্য্য জয়ন্তি, রুমিনা বেগম, রুকসানা বেগম, সাহিদা বেগম, রুকিয়া বেগম, সুরুজ্জান বেগম, শিমা আক্তার, রুনা আক্তার, জয়তুন বেগম সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ।
মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা মো. রায়হান উদ্দিন। দোয়া মাহফিল শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি