সংবাদদাতা-গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জাফলং সেতু ও চা-বাগানের বৈদ্যুতিক টাওয়ার সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী।
অভিযানকালে পিয়াইন নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন ও মজুতকৃত আনুমানিক ২০-২৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান, এএসআই মোবারক হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে একটি চক্র উক্ত এলাকায় বালু উত্তোলন করে আসছিল। ফলে জাফলং সেতু ও বৈদ্যুতিক টাওয়ার হুমকির মুখে পড়ছিল, পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহও ব্যাহত হচ্ছিল।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জাফলংয়ের পরিবেশ রক্ষা, নদীভাঙন প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।