গোয়াইনঘাট সংবাদদাতা ::: উত্তর সিলেটের অন্যতম সামাজিক ছাত্র সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে উপজেলার দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি মিজানুর রহমান দৌলত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহফুজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ছাত্র পরিষদের সহ-সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, গোয়াইনঘাট ছাত্র পরিষদের শুভাকাঙ্ক্ষী মাওলানা সুহাইল আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে শীতের কম্বল বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।