অনুসন্ধান ডেস্ক ::: বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সমর্থনে এনআরবি অ্যালায়েন্স ইউকে উদ্যোগে এক নির্বাচনী আলোচনা সভা গত সোমবার লন্ডনের একটি অভিজাত হল রুমে অনুষ্ঠিত হয়।
এনআরবি অ্যালায়েন্স ইউকে প্রধান সমন্বয়ক খন্দকার মুস্তাফিজ পায়েলের সভাপতিত্বে ও সমন্বয়ক তোফায়েল বাসিত তপুর সার্বিক তত্ত্বাবধানে পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইটের পরিচালনায় আহমেদ শরীফের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু। সভায় খন্দকার আব্দুল মুক্তাদির সকলের আন্তরিকতার জন্য ভিডিও বার্তায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফয়জুল হক, শামসুদ্দিন আহমদ শামীম, শামসুজ্জামান সাবুল, জিআর আহমদ, জকির হোসেন, মুবিন চৌধুরী ময়না, আফজল হেসেন, পাভেল আহমদ, সৈয়দ জাবেদ ইকবাল, মনসুর আহমেদ রুবেল, মনজুর আহমদ শাহনাজ, সামসুর ররহমান, ইকবাল হোসেন, মিসবা উদ্দীন, সোহেল আহমদ সাদিক, খলিল খান, সেলিম আলী।
বক্তারা খন্দকার আব্দুল মুক্তাদিরের বিজয় নিশিচত করতে সবাই দেশে গিয়ে এক সাথে কাজ করার প্রতিশ্রুতি করেন। তারা খন্দকার আব্দুল মুক্তাদির একজন যোগ্য, পরিচ্ছন্ন রাজনৈতিবীদ হিসেবে সিলেট-১ আসনে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ জানান। এছাড়াও প্রবাসীদের পোস্টাল ভোট সঠিক ভাবে প্রেরনের লক্ষ্যে সচেতনতা ও উতসাহ প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে খন্দকার মুস্তফিজ পায়েল উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা এবং এনআরবি অ্যালায়েন্স ইউকে সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।
আরও বক্তব্য রাখেন শামীম তালুকদার, তারেকুর রহমান তুহিন, আনিসুর রহমান, লায়েক মিয়া, জুয়েল বক্স, রাসেদ আহমদ। উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, খালেদ চৌধুরী, মুজিবুর রহমান, আহমেদ আলী, মুবিন তরফদার, আরিফ আহমদ, কিবরিয়া আহমদ, দিলাল, জালাল, সোহেল, রাজীব, নাসিম, মান্না, লাভলু, সাব উদ্দীন, মকসুদ, জিহাদ, সিরাজ মিয়া, ওয়াহিদুর রহমান, আল মামুন, শেরওয়ান আলী, হালিমুল ইসলাম হালিম, শামসুল ইসলাম, আবু বকর সিদ্দিক, খালেদ আহমদ, তানভীর চৌধুরী, মোস্তাক কামাল, শেখ আতিকুর রহমান, জাকির হোসেন প্রমুখ।-বিজ্ঞপ্তি