শিরোনাম :
মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধদের নগদ অর্থ সহায়তা প্রদান ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট আফজল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়- প্রফেসর ড. এমরান জাহান সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন

আকবেট-এর উদ্যোগে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালা ও মেশিন বিতরণ সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: উইমেন এমপাওয়ারমেন্ট প্রোগ্রামের আওতায় শ্রমজীবি নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট ( আকবেট )-এর সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালা উদ্ধোধন ও সেলাই মেশিন বিতরণ করা হয় । গত বুধবার (১১ জানুয়ারি) সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালার অংশ হিসেবে সিলেট নগরীর শাহজালাল উপশহরে আকবেট কান্ট্রি অফিসে দশজন প্রশিক্ষনার্থীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এই কর্মাশালা তিন মাস ধরে চলমান থাকবে। সেলাই মেশিন বিতরণে পৃষ্ঠপোষকতা করে যুক্ত্ররাজ্যভিত্তিক সংস্থা টেমসাইড রোটারি ক্লাব । এই কর্মশালায় সহযোগিতা করেছে সিলেট সানশাইন রোটারি ক্লাব। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেমসাইড রোটারি ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি উইলিয়াম এন্ড্র , হাইড পাস্টের সভাপতি ডেভিড রিচার্ডসন, সিলেট সানশাইন ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, জাস্ট হেল্প ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টেমসাইড রোটারির মুন জন ওয়াল্টার, আলেক্সাণ্ডার উইলিয়াম, পিডিজি শহীদ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে আকবেট-এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম। এসময় টেমসাইড রোটারি ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি এন্ড্রু উইলিয়ামস বলেন, এই প্রজেক্ট অনেক স্বল্প পরিসরে হলেও জীবনমানের পরিবর্তন এনে এটি মহিলাদের জীবনে অনেক বড় ভূমিকা পালন করবে । তিনি ভবিষ্যতে সম্মিলিতভাবে আরো উনয়ন কর্মকাণ্ড করার ইচ্ছা পোষণ করেন।
সেলাই মেশিন কর্মশালায় অংশগ্রহণ কারীদের মধ্যে আছে আকবেট-এর ডোরস্টেপ লার্নিং প্রজেক্ট এবং ওরার্কিং চিলড্রেন প্রজেক্টের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা । সেলাই মেশিন পেয়ে হেলেনা অনুভূতি প্রকাশ করে বলেন, আমি মানুষের বাসায় কাজ করতাম। এখন এই ট্রেনিং শেষ করে নিজের একটি টেইলার্স দেবো এবং নিজের পায়ে দাঁড়িয়ে ছোট ভাইবোনদের পড়াশোনা চালিয়ে যাবো। অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞ্যাপন করেন আকবেট-এর সহকারী পরিচালক অর্ণব মজুমদার। (বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain