শিরোনাম :
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ বন্ধুর সঙ্গে ঢাকায় গিয়ে ২৬ টুকরা হলেন রংপুরের আশরাফুল, নেপথ্যে কী? একুশে পদক প্রাপ্ত মহামান্য সংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাস্থবির’র মহাজীবনের অবসানে বাবৌযুপ সিলেটের শোক সুনামগঞ্জে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ৬ নৈরাজ্য প্রতিরোধে সিলেটে ইসলামী আন্দোলনের অবস্থান কর্মসূচি সিলেটে বিএনপির মিছিল, হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান আলতাফ হোসেন সুমনের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র দু’দিনব্যাপী বার্ষিক ওয়াজে ১ম দিন সম্পন্ন সিলেট-৪ আসনে প্রার্থী চূড়ান্তে বিএনপি’র দ্বিধা: আলোচনায় আরিফুল হক, কিন্তু ‘ঘোষণার’ অপেক্ষা মহিলাদের সাথে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির

দেড় লক্ষ টাকার মোবাইল ফোন ফিরিয়ে দিলেন সিএনজি চালক ফয়জুল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর টিলাগড় এলাকায় প্রায় দেড় লক্ষাধিক টাকার হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিয়ে সততার অনন্য নজির স্থাপন করলেন ফয়জুল ইসলাম। তিনি কুড়িয়ে পাওয়া মোবাইলটি ফেরত দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন পোর্টালে প্রচারণাও চালান। সোমবার (১৬ জানুয়ারি) রাতে নগরীর শাহী ঈদগাহ অফিসে শাহী ঈদগাহ উপ-পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে অবশেষে হারানো মোবাইলটি প্রমাণ পেয়ে ফেরত দেন তিনি।
কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারি সিএনজি চালক ফয়জুল ইসলাম হলেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভূক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সদস্য। গত ৬ জানুয়ারি টিলাগড় এলাকা থেকে শাহী ঈদগাহ আসার পথে টিলাগড়ে মোবাইলটি কুড়িয়ে পান তিনি। জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুল আলম মোবাইলটি হারানোর পরে তিনি ওই সড়ক ও আশপাশে অনেক খোঁজাখুজি করে মোবাইলটি না পেয়ে বাসায় ফিরে যান। এমনকি তিনি এ মোবাইলটি আবার ফিরে পাবেন এমন আশাও ছেড়ে দেন। পরে তিনি সিলেটের শাহপরান থানায় একটি সাধারণ ডায়রী করেন। এক পর্যায়ে সোসাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন শাহী ঈদগাহ উপ পরিষদৈর নেতৃবৃন্দের হাতে মোবাইলটি রক্ষিত রয়েছে। পরে তিনি যোগাযোগ করে প্রমাণাদি দিয়ে মোবাইল ফোনটি শাহী ঈদগাহ উপ-পরিষদের সভাপতি মো. শাহ আলম, সম্পাদক এম বরকত আলী, সহ সভাপতি মো. হানিফ মিয়ার হাত থেকে মোবাইল গ্রহণ করেন যুক্তরাজ্য প্রবাসীর ছোট ভাই মারুফ আহমদ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain