শিরোনাম :
মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধদের নগদ অর্থ সহায়তা প্রদান ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট আফজল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়- প্রফেসর ড. এমরান জাহান সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন

আগামী ৪ ফেব্রুয়ারি জেলা বিএনপির জরুরী প্রতিনিধি সভা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, এই সরকার জনগনের ভোটে নির্বাচিত হয়নি তাই তারা জনগনের কথা বুঝেনা। ভোটে নির্বাচিত না হওয়ায় জনগনের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। তাই তারা লাগামহীন দূর্ণীতির মাধ্যমে দেশকে থলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। ভয়বহ লুটপাটের কারনে শুধু অর্থনৈতিক সংকটই নয় দেশে গণতান্ত্রিক সংকটও সৃষ্টি হয়েছে। তাই এই সংকট থেকে দেশকে বাঁচাতে হলে চলমান সকল আন্দোলন কর্মসূচি সফল করে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে হবে। তবেই দেশ সংকটমুক্ত হবে।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে সিলেট জেলা বিএনপির জরুরী প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবীতে সিলেটে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে প্রতিটি উপজেলা ও পৌর সভায় জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ করেতে হবে। সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকেও মাঠে থেকে কাজ করতে হবে। সর্বপোরী সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে আগামী দিনের আন্দোলন সংগ্রামকে সফল করতে হবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ফখরুল ইসলাম ফারুক, ইশতিয়াক সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, কামরুল হাসান শাহীন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশীদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দীন, আবুল কাশেম, আব্দুর রশীদ, এসটিএম ফখরউদ্দীন, মুশিকুর রহমান মুহি, ওহিদুজ্জামান চৌধুরী সুফি, নুরুল ইসলাম বুলবুল, মাহবুব আলম, আহমদ রেজা, মাসুক আহমদ, গৌছ আলী, এডভোকেট সাঈদ আহমদ, জাহেদ আহমদ, জেলা মহিলা দল সভাপতি সালেহা কবীর সেপী, জেলা যুবদল সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা জাসাস আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দীন তরফদার, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, শ্রমিকদল সভাপতি সুরমান আলী, সাধারন সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খান। উপজেলা বিএনপির সাধারন সম্পাদকবৃন্দের মধ্যে লিলু মিয়া, আলী আকবর, জসীম উদ্দীন, আব্দুল হাফিজ, নজরুল ইসলাম, সরোয়ার হোসেন, শরীফুল হক, আব্দুল্লাহ মিছবাহ, নজরুল ইসলাম, শিব্বির আহমদ রনি। জেলা বিএনপি নেতা অর্জুন ঘোষ, এডভোকেট মোস্তাক আহমদ, আহাদ চৌধুরী শামীম। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতিবৃন্দের মধ্যে আব্দুল মতিন, হেলালুজ্জামান হেলাল, আব্দুল খালিক, আব্দুল লতিফ খান, লুৎফুর রহমান, মাহতাব আহমদ,আব্দুল আহাদ, আব্দুল খালিক, আক্তার হোসেন রাজু। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদকবৃন্দের মধ্যে মাহবুবুর রহমান, তোফায়েল আহমদ, আমিন উদ্দীন, মোনায়েম খান, জামিল চৌধুরী। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকবৃন্দের মধ্যে আকবর আলী, দুলাল আহমদ, খসরুজ্জামান, দেলোয়ার হোসেন, ইন্তাজ আলী, সাইফুল ইসলাম সেফুল, শাহীন আলম জয়, সালেহ আহমদ, মাহবুবুর রহমান, রায়হান আহমদ, আব্দুর রহমান খালেদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain