শিরোনাম :
মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধদের নগদ অর্থ সহায়তা প্রদান ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট আফজল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়- প্রফেসর ড. এমরান জাহান সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন

সাবেক মেয়র কামরান ও লুৎফুর রহমানের কবর জিয়ারত করলেন আনোয়ারুজ্জামান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেছেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় তিনি সিলেট নগরীর মানিক পীর টিলায় বদর উদ্দিন আহমদ কামরান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে তিনি কামরানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন আনোয়ারুজ্জামান।
দোয়া শেষে আনোয়ারুজ্জামান বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের মতো এমন ব্যক্তি আমরা আর পাবো না। তাঁকে হারিয়ে আমরা সিলেটবাসী অত্যন্ত ব্যথিত। তিনি ছিলেন জনতার কামরান। সিলেটবাসী বদর উদ্দিন কামরানকে খুব মিস করে। তিনি মহান আল্লাহ পাকের কাছে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। এসময় তিনি সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন, আমার পথ চলায় সাংবাদিকরা আমার সাথে মিলেমিশে কাজ করবে বলে আমি মনে করছি। সিলেটের সাংবাদিকরা সব সময় ন্যায় পক্ষ নিয়ে কাজ করেন। তাই আমি তাদেরকে অভিনন্দন জানাই।
ডা: আরমান আহমদ শিপুল তার বক্তব্যে বলেন, আমার পিতা সিলেট নগরীর উন্নয়নে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। তিনি দীর্ঘ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। আমরা হচ্ছি আওয়ামী লীগ পরিবারের মানুষ। আগামী সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পাশে থেকেই কাজ করে যাবো।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ১৬ ওয়ার্ড আওয়ামী লীগের আখতার হোসেন, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, মহানগর আওয়ামী লীগ নেতা এমে হান্নান, মকবুল হোসেন, বেলাল খান, এম এইচ ইলিয়াস দিনার, মহানগর তাতীলীগের সাধারণ সম্পপাদক শেখ আবুল হাসনাত বুলবুল, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি নাইম আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, শিপু আহমদ, ১৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগর, সাধারণ সম্পাদক আবিদুর রহমান সুমেলসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য- ২০২০ সালের ১৫ জুন সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদর উদ্দিন আহমেদ কামরান।তিনি সবার কাছে জনতার কামরান নামেই পরিচিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain