শিরোনাম :
মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধদের নগদ অর্থ সহায়তা প্রদান ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট আফজল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়- প্রফেসর ড. এমরান জাহান সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে “জয়িতা” সফল জননী সম্মাননা পেলেন অসীমা বড়ুয়া

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর’র উদ্যোগে জয়িতা অন্বেষণে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সফল জননী নারী সন্মেলনে জেলা পর্যায়ে ‘জয়িতা’ সফল জননী নির্বাচিত হয়েছেন অসীমা বড়ুয়া।

৩১ জানুয়ারি ২০২৩ (মঙ্গলবার) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমানএনডিসি সভাপতিত্বে আলোচনা সভা সন্মাননা অনুষ্টান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফজিলাতু নেসা ইন্দ্রিরা এমপি, অনুষ্ঠানে ভার্চুয়াল অংতগ্রহন করেন।
স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম জেলা ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম(বার), পিপিএম(বার), মহিলা বিষয়ক অধিদপ্তরের সচিব জনাব ফরিদা পারভীন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। আরো উপস্থিত ছিলেন জয়ীতা নারী ও সুধীজন উপস্থিত ছিলেন।
শেষে জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের পরিচালক মিসেস মাধবী বড়ুয়ার সবাইকে ধন্যবাদ জানান।

“জয়িতা” সফল জননী ধার্মিক উপাসিকা অসীমা বড়ুয়া ফটিকছড়ি উপজেধীন নানুপুর গ্রামের ঐতিহ্যবাহী হরকিশোর মহাজনের পুত্রবধু, অষ্টম সংঘরাজ ভদন্ত শীলালংকার মহাস্থবির মহোদয়ের ভ্রাতুষ্পুত্র বধু, সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক ডাঃ বিজয় বড়ুয়া বিসিএস ও পুত্র বধু ডাঃ ঋতু বড়ুয়া বিসিএস শাশুড়ী মাতা, বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত রাতুল বড়ুয়ার সহধর্মিণী জয়িতা অসীমা বড়ুয়ার ছেলে মেয়েরা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
জয়িতা অসীমা বড়ুয়া বেগম রোকেয়া দিবস ২০২১ এ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্টানে চট্টগ্রামের জেলা প্রসাশক মহোদয় সফল জননী অসীমা বড়ুয়াকে “জয়িতা” সম্মাননা পান। উক্তদিনে তিনি উপজেলা পর্যায়ে ফটিকছড়ি উপজেলা থেকে সফল জননী “জয়িতা” সম্মাননায় ভূষিত হন।
এবার চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সফল জননী “জয়িতা” সন্মাননায় ভূষিত হন।

উক্ত অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অর্থনৈতিকভাবে সফল, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফল, সফল জননী, নির্যাতনের বেড়াজাল থেকে বের হয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী এবং সমাজসেবায় সফল এই ৫ টি ক্যাটাগরিতে সংগ্রামী নারীদের “জয়িতা” উপাধিতে ভূষিত করে সম্মাননা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain