শিরোনাম :
মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধদের নগদ অর্থ সহায়তা প্রদান ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট আফজল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়- প্রফেসর ড. এমরান জাহান সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন

‘সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে `বিশ্ব ক্যান্সার দিবস` পালন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: “আসুন ক্যান্সার সেবায় বৈষম্য কমিয়ে আনি”-এ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস-২০২৩ পালিত হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

রেডিওথেরাপি বিভাগের প্রধান ডা. এস্তেফছার হোসাইনের সভাপতিত্বে ও রেডিওথেরাপী বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার বনিউল আহমেদের পরিচালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী।

তিনি বলেন, ‘সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সারের উন্নত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ক্যান্সার প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা ও পারিবারিক সুশৃঙ্খল জীবনযাপন ও খাদ্যাভাসের প্রতি যতœবান হলে ক্যান্সার রোগ প্রতিরোধ সম্ভব। যদি ক্যান্সার ধরা পড়ে তাহলে দেরি না করে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিলে জীবন বাঁচানো সহজ হয়।’

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- রেডিওথেরাপী বিভাগ সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন- উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন নাক, কান, গলারোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহ কামাল, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফেরদৌস আহমেদ, শিশুরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. তানজিলা চৌধুরী ও গাইনি বিভাগের রেজিস্ট্রার ডা. ইভানা বেগম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কে. জেড আলম, শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মজিবুল হকসহ অন্যান্য বিভাগের অধ্যাপকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain