শিরোনাম :
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাথে কেন্দ্রীয় ছাত্রদল মতবিনিময় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত “অংশীজন সভা” বিশ্বনাথে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু সিলেটে রামু ট্রাজেডির এক যুগকে স্মরণ করে প্রদ্বীপ প্রজ্জ্বলন ঐতিহাসিক রামু ট্রাজেডি”এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম সুনামগঞ্জে বজ্রপাতে চার জেলের মৃত্যু হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আম্বরখানা শাখার কেক কাটা ও দোয়া মাহফিল সিলেটে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় রাজীব আহসান আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ছিলো না: ইমদাদ চৌধুরী

আচরণবিধি লঙ্ঘন: সম্ভাব্য প্রার্থীদের সতর্ক করে ইসির চিঠি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আচরণবিধি মেনে চলতে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের স্বাক্ষরিত চিঠি রোববার থেকে সম্ভাব্য প্রার্থীদের পাঠানো শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। আচরণবিধি লঙ্ঘন করলে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থীর পক্ষে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন করলে অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, রোববার পর্যন্ত মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশন এলাকায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিয়মিত নির্বাচনী প্রচার কাজ করছেন। বাসাবাড়িতে গিয়ে ভোট চাওয়া থেকে শুরু করে প্রচারপত্র বিলি, মতবিনিময় সভা করছেন নিয়মিত। মহড়াও দিচ্ছেন কেউ কেউ। অথচ প্রতীক বরাদ্দের আগে এমন কার্যক্রম নির্বাচনী আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের স্টাফ কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, ‘সম্ভাব্য সব মেয়র ও কাউন্সিলর প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে। যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain