এসএসসির ফল প্রকাশ জুলাইয়ের শেষ সপ্তাহে

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ২০ লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে। প্রধানমন্ত্রীর সময় দেওয়ার সম্মতি সাপেক্ষে জুলাইয়ের ২৮, ২৯ এবং ৩১ তারিখের যেকোনো এ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেছেন, জুলাইয়ের শেষ সপ্তাহে ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফল লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলো কাজ করে যাচ্ছে। এরইমধ্যে পরীক্ষকদের খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন ফল তৈরির অন্যান্য আনুষ্ঠানিকতা সারছে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো।

 

তপন কুমার সরকার বলেন, ‘২৮, ২৯ এবং ৩১ জুলাই ফল প্রকাশের তারিখ ধরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হবে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করতে আমরা প্রস্তুত।’

 

রীতি অনুযায়ী, পরীক্ষার ফল প্রকাশের দিন সকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন। এজন্য প্রধানমন্ত্রীর সময় অনুমতি চাওয়া হয়।

 

সচরাচর পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩০ এপ্রিল। আর শেষ হয় ২৮ মে। সেই হিসাবে জুলাই মাসের ৩০ তারিখ সেই ৬০ দিন পূর্ণ হবে।

 

চলতি শিক্ষা বর্ষে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain