শিরোনাম :

সিলেটের বাজারে নকল কয়েল: ৫ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মঙ্গলবার (২৯ আগস্ট) সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নকল কয়েল বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন- মঙ্গলবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে দেখা যায়- মহানগরের বিভিন্ন দোকানে ভালো মানের চায়না কয়েলের নামে বিক্রি হচ্ছে দেশে উৎপাদিত ট্রেডমার্কবিহীন নকল কয়েল।

এ অপরাধে মহানগরের হাউজিং স্টেট এলাকার ইয়ান এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা, শিবগঞ্জ এলাকার মের্সাস ইসলাম ব্রাদার্সকে ৫ হাজার টাকা, বন্দরবাজারের মনির এন্ড সন্সকে ৫ হাজার টাকা, শাহজালাল উপশহরের নিউ সিটি স্টোরকে ২ হাজার টাকা এবং সামি স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিভিন্ন নামে প্রায় ৬০০ প্যাকেট নকল চায়না কয়েল ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মো. আমিরুল ইসলাম মাসুদ। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ ব্যাটালিয়ান আনসারের একটি টিম।

অভিযানকালে জরিমানার পাশাপাশি ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আমিরুল ইসলাম মাসুদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain