শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সভা অনুষ্ঠিত ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের হুইলচেয়ার বিতরন ২৮ সেপ্টেম্বরের যৌথ সভা সফল করতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কামালবাজার ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা সিলেট সীমান্তে ফের কোটি টাকার চোরাই পণ্য-পশু জব্দ সিলেট ডলিয়া গ্রামে শিবমন্দিরের জমি দখলে অপতৎপরতার অভিযোগ-সংবাদ সম্মেলন সিলেটে ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শনে উপ-মহাপরিচালক শহীদ তুরাবের হত্যাকারী সাবেক ওসি মঈনসহ সকলকে অবিলম্বে গ্রেফতার করুন কাল স্মারকলিপি প্রদান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

কুলাউড়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামের সিএনজি চালক মহরম মিয়া (৬০) ও একই ইউনিয়নের লহরাজপুর গ্রামের লিয়াকত সরকার (৬০)। আহতরা হলেন- আশ্রয়গ্রামের আবু মিয়ার ছেলে কামরান মিয়া (৩৪), বাগৃহাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ছয়ফুল (৪২) ও একই ইউনিয়নের নিরেন্দ্র মালাকার (৩৫)।

 

স্থানীয়রা জানান, রোববার রাতে স্থানীয় রবির বাজার থেকে ফেরার পথে টিলাগাঁও ইউনিয়নের শাহপুর এলাকায় বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে গিয়ে সিএনজির চালকসহ দুইজন ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত হন আরও তিনজন। পরে খবর পেয়ে থানাপুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও ঘাতক ট্রাক থানায় জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে ট্রাক চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ওসি আরও বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain