শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার শান্তিগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সভা অনুষ্ঠিত ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের হুইলচেয়ার বিতরন ২৮ সেপ্টেম্বরের যৌথ সভা সফল করতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কামালবাজার ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা সিলেট সীমান্তে ফের কোটি টাকার চোরাই পণ্য-পশু জব্দ সিলেট ডলিয়া গ্রামে শিবমন্দিরের জমি দখলে অপতৎপরতার অভিযোগ-সংবাদ সম্মেলন সিলেটে ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শনে উপ-মহাপরিচালক শহীদ তুরাবের হত্যাকারী সাবেক ওসি মঈনসহ সকলকে অবিলম্বে গ্রেফতার করুন কাল স্মারকলিপি প্রদান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

সিলেটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জালালাবাদ লিভার ট্রাস্ট এবং রোটারী ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট ও রোটারী ই ক্লাব অব ৩২৮২-র যৌথ সহযেগিতায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়েছে। এতে চার শতাধিকের বেশি অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় ১০নং ওয়ার্ডের নবাব রোডস্থ আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব কাপ্তান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।
প্রধান অতিথির বক্তব্যে ডা.স্বপ্নীল বলেন,যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের জালালাবাদ লিভার ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০, ১১ ও ১২ নং ওয়াডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুহেনা খানম মুক্তা,সিলেট-ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা গয়াছ মিয়া গিয়াস, সংগঠনের উপদেষ্টা কবি আয়েশা মুন্নি, আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এডভোকেট মঈন উদ্দিন, সিলেট-ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সভাপতি মো. শহীদুল ইসলাম প্রমুখ।
সিলেট-ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উৎফুল বড়ুয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, রাগিব রাবেয়া মেডিকেল কলেজের ছাত্রলীগের সভাপতি ডা. শাহরিয়ার আলম রাহি, ওসমানীর ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোস্তাকিম, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমদ প্রমুখ।
চিকিৎসা নিতে আসা এক রোগী মারিয়া বেগম বলেন, ডাক্তারের কাছে গেলে অনেক টাকা লাগতো। এখানে কোনো টাকা লাগছে না। বিভিন্ন রোগের সেবা পাচ্ছি। ঔষধ বিনামুল্যে পাচ্ছি। এখানে বিনা মুল্যে চিকিৎিসা নিয়ে আমরা যারা গরিব অসহায় আছি আমাদের খুব উপকার পাচ্ছি। এমন ভালো উদ্দ্যোগ চারপাশে ছড়িয়ে যাক। এটাই কামনা করি।
আরেক রোগি রাব্বি বলেন, আমি কয়েকদিন ধরে ব্যাথা জনিত রোগি ভুগছিলাম। এখন এই খানে এসে চিকিৎসা নিলাম। কোনো ফি ছাড়ায়। এতে আমার কোনো টাকা লাগলো না। আমি ঔষধ পত্রসহ সব ফ্রি পেয়েছি। এমন উদ্দ্যোগকে আমি সাধুবাদ জানাই। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain