অনুসন্ধান নিউজ :: মহান বিজয় দিবব উপলক্ষে দ্বিতীয় সাদাটিকর মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট সাদাটিকর ফেডারেশনের উদ্যোগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) (মাসব্যাপি ৫ম দিনে দুই দল অংশগ্রহণ করে তারা হলেন ভাই ভাই একাদশ লন্ডন বনাম মরহুম জাবেদ একাদশ খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের সহ-সভাপতি সালেহা কবির শেপি সভাপতিত্বে সৈকত এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মেজর আবুল কাশেম বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে। ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে। তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে। প্রতিটি এলাকায় ছোট ছোট মাঠ প্রয়োজন। আমার বিশ^াস এই টুর্নামেন্টের খেলোয়াররা একদিন সুনামের সাথে দেশের জাতীয় পর্যায় খেলবে। যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। স্বাস্থ্যই সব সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে শরীর ও মন ভালো থাকে না। এজন্য সুস্থ জীবনযাপন করতে চাইলে খেলাধুলায় মন বসাতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যাংকার সুমা পারভীন, ইমতিয়াজ রহমান ইনু, আতিক হোসেন রাজু, সাগর, বাপ্পি, টিটু সুবের কামালী প্রমুখ।