শিরোনাম :
শাবিতে নতুন ভিসি, প্রো-ভিসি ও কোষাধ‍্যক্ষ সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের মতবিনিময় সভা সুনামগঞ্জের শ্যামারচরে জামায়াতের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল মধুপূর্ণিমা তিথিতে চারুআড্ডা’র আহ্বানে আলোকিত বিশ্ব গড়তে আলো হাতে দশ মিনিট সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে গোলাপগঞ্জে শহীদ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান সিলেটের গোলাপগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কিডনি বিশেষজ্ঞ দলের সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন সিলেটে হিন্দু ধর্মাবলম্বী নারীর মুখে ‘মুহাম্মদের গান’ জাফলংয়ে লুৎফুর উদ্দিন মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

‘কত শতাংশ ভোট পড়ল, তা নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই’

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নির্বাচনে কত শতাংশ ভোটার ভোট দিলেন, সেটি নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

আজ বুধবার সকালে কুমিল্লা সার্কিট হাউজ অডিটোরিয়ামে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আনিছুর রহমান বলেন, ‘আগামী ২৮শে জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, যেটা কারোর জন্যই কাম্য নয়। নির্বাচনী পরিবেশ নিয়ে এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করছি না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকই আছে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যই নির্বাচন দরকার।’

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘কত পারসেন্ট ভোটার ভোট দিল, সেটা নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। বিবেচ্য বিষয় হলো ভোটাররা যা ভোট দিয়েছে সেটার ভিত্তিতেই ফলাফল হবে। সেখানে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। আমাদের আইন বা সংবিধানে বলা নাই কত পারসেন্ট ভোট পেতে হবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মঞ্জুরুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain