শাবির টিলায় অগ্নিকাণ্ড

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক ::  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গাজী কালুর পার্শ্ববর্তী টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ওই টিলায় হঠাৎ আগুন দেখতে পান দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ২০ থেকে ২৫ জন নিরাপত্তাকর্মী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি । বিভিন্ন জন সেখানে যায়। এর মধ্যে কেউ সিগারেটের অবশিষ্টাংশ ফেলে রাখায় সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। শীতের শুষ্কতায় লতাপাতা সবই শুকিয়ে যাওয়ায় টিলায় অনেকাংশ জুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

 

পরবর্তীতে ফায়ার সার্ভিস ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আগাছা ও কয়েকটি চারা গাছের গোড়া পুড়েছে।

 

বারবার টিলায় আগুন লাগছে- এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ কি জানতে চাইলে প্রক্টর বলেন, এ ব্যাপারে সচেতনতা জরুরি। শিক্ষক ও দর্শনার্থীদেরকে আমরা বারবার বিষয়টি অবগত করছি। তা ছাড়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সচেতনতা বাড়াতে কাজ করতে পারে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain