শিরোনাম :
যে কারণে ভারতে ইলিশ যাচ্ছে, জানালেন উপদেষ্টা ফরিদা আখতার জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি আব্দুল্লাহ আল মামুনের কৃতজ্ঞতা প্রকাশ, বিভিন্ন মহলের শুভেচ্ছা নেতাদের আশ্বাসে আমরণ অনশন ভঙ্গ করেন সিলেট যুবদলে পদবঞ্চিতরা গহরপুর ব্লাড ফাইটার্স এর প্রবাসী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান সিলেটে জামেয়া মোহাম্মদিয়া সিলেটের হযরত বিলাল (রাঃ) জামে মসজিদ উদ্বোধন শাবিতে নতুন ভিসি, প্রো-ভিসি ও কোষাধ‍্যক্ষ সিলেট কয়লা আমদানীকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানীকারক গ্রুপের মতবিনিময় সভা সুনামগঞ্জের শ্যামারচরে জামায়াতের সীরাতুন্নবী (সাঃ) মাহফিল মধুপূর্ণিমা তিথিতে চারুআড্ডা’র আহ্বানে আলোকিত বিশ্ব গড়তে আলো হাতে দশ মিনিট সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে গোলাপগঞ্জে শহীদ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান

গোয়াইনঘাটে সিএনজি ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় সিএনজি চালক ও সিএনজিতে থাকা আরোও ৬ যাত্রীসহ মাহিন্দ্রা ট্রাক্টর এর চালক গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের গোয়াইন ব্রীজ সংলগ্ন পুর্ণানগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।হাসপাতালে নেয়ার পথে একজন মৃত্যুবরণ করেন। নিহত ব্যাক্তির নাম নজরুল ইসলাম (৫০) । তিনি উপজেলার কর্নি গ্রামের ইসমাইল আলীর ছেলে। নিহত অপর জন উপজেলার লেঙ্গড়া গ্রামের আরফান মিয়ার ছেলে জসিম উদ্দিন (৬৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
আহতরা হলেন, উপজেলার লেঙ্গুড়া গ্রামের হোসেন মিয়ার ছেলে আলিম উদ্দিন (৪০), রহমত উল্লাহর ছেলে রায়হান (১০) মোঃ রহমতুল্লাহ (৩০), রাধানগর (দুভাগ) এলাকার আব্দুল খালেক এর ছেলে জসীম উদ্দিন (২৮) ও আব্দুল মহল গ্রামের আব্দুল মুতলিব এর ছেলে মারজান আহমদ (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাফনাউট মাদরাসার বার্ষিক মাহফিল থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে গোয়াইনঘাট উপজেলা সদরে যাচ্ছিলো। পথে সিএনজিটি পুর্ণানগর এলাকায় পৌঁছলে অপর দিক থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি গাড়ীটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক্টর ও সিএনজি চালকসহ ৭ জন গুরুতর আহত হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain