নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মহাশস্ত্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক।
নিহতরা হলেন- সিএনজি চালিত অটোরিকশা চালক রাজু আহমদ (২০) ও যাত্রী নাইম আহমদ (২০)।
অপর সিএনজি চালিত অটোরিকশা চালক সাহেল আহমদ (২২) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
ওসি জানান, কুলাউড়া উপজেলা থেকে একটি অটোরিকশা রাজনগর উপজেলার দিকে যাচ্ছিলো। অপরদিকে রাজনগর বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশা মহাশস্ত্র এলাকায় আসলে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক রাজুর মৃত্যু হয়।
নাঈম মিয়া নামে অপর এক যাত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত তিনজনকে রাজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।