শিরোনাম :
সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে : প্রধান উপদেষ্টা সেই ইমাকে গ্রেফতার করেছে র‌্যাব সিলেটে ৯০০ কেজি অবৈধ ভারতীয় পিঁয়াজসহ আটক ৪ ছাতক-দোয়ারায় বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ-কলিম উদ্দিন আহমেদ মিলন সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপ আর নেই সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উন্মুক্ত নাগরিক সংলাপে খন্দকার মুক্তাদির কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় ডিসি সারোয়ার আলমের অভিযান জনগণের পার্লামেন্ট না হলে অধিকার ফিরে আসবে না : মির্জা ফখরুল

শ্রুতির বর্ণমালার মিছিলে সর্বত্র বাংলাভাষা প্রচলনের দাবি

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রতি বছরের মত এবারও সাংস্কৃতিক সংগঠন শ্রুতি আয়োজন করেছে বর্ণমালার মিছিলের। অনুষ্ঠানমালায় ছিল একুশের গান, কবিতা পাঠ ও বর্ণমালার মিছিল।

আজ (২১ ফেব্রুয়ারি) সকালে নগ্ন পায়ে একুশের সুরে বর্ণমালার মিছিল শুরু হয়। সবার হাতে হাতে ছিল বর্ণমালা আর কণ্ঠে ছিল একুশের গান। সূর্যোদয়ের পরপরই গৌরবের বাংলা বর্ণমালা হতে নিয়ে খালি পায়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা শ্রদ্ধার্ঘ্য প্রদান করে শহিদ বেদীতে।

বর্ণমালা হাতে বর্ণমালার মিছিলে বারবার উচ্চারিত হয়েছে সেই সব শহিদের আত্মদানের কথা যাদের আত্মত্যাগের ফলে আমরা বাংলায় মাকে ‘মা’ বলে বলতে পারছি।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য দেন শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্ত। আরও বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত শ্রুতি সিলেটের সমন্বয়ক সুমন্ত গুপ্ত, ,সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের খোকন ফকির, আশরাফুল ইসলাম অনি প্রমুখ।

চয়নিকা এবং লোপা রায় চৌধুরী পরিচালনায় একুশের গান ও কবিতায় অংশ নেয় সঞ্চিতা পুরকায়স্থ, দিথি তালুকদার তৃনা, অর্পিতা দাশ গুপ্ত, সানন্দা গুপ্ত, ফারিহা মমতাজ, শ্রাবণ আচার্য্য, সৃজন দাশ, অনিক দেবনাথ, মিশন চৌধুরী , প্রবাল দাশ অংকন,শশি, ঐশী প্রমুখ।

বর্ণমালার মিছিলে উপস্থিত ছিলেন সিলেটের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ। বক্তব্যে বক্তারা বলেন, বাঙালির মননে অনন্য মহিমায় ভাস্বর চিরস্মরণীয় একুশে ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউর, আউয়াল, অহিউল্লাহর রক্তে রাঙানো অমর ২১ ফেব্রুয়ারি আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহিদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মাথা নত না করার চির প্রেরণার অমর একুশের এ দিনে সারা বিশ্বের কোটি কণ্ঠে উচ্চারিত হচ্ছে একুশের অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি…।’

ভাষা শহিদদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain