শিরোনাম :
সিলেটে চো রা ই মোটরসাইকেলসহ গ্রেফতার তিন বানিয়াচংয়ে ৩ জন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার জৈন্তাপুরে বিদ্যুতের খুটিকে ধাক্কা দিয়ে যাত্রী নিয়ে বাস খাদে বড়লেখা উপজেলা নির্বাচন বর্তমান মাঠ জরিপে এগিয়ে সোয়েব আহমেদ সিলেটে শিলাবৃষ্টি ও ঝড়ে ৯০ ভাগ টিনের ঘর ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তদের মাঝে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএ এর ডেউটিন বিতরণ আগামী ৮ এপ্রিলের দিন হবে রাতের মতো! সতর্কতা জারি জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে এতিমদের মধ্যে ঈদের পোশাক বিতরণ বালাগঞ্জ ও ওসমানীনগরের ৪৯০টি পরিবারের এস ও এস শিশু পল্লী সিলেটের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ সিলেটে শিলাবৃষ্টির সাথে বাড়বে তাপমাত্রা

নগরীর ৮নং ওয়ার্ডস্থ করের পাড়ায়-শিব মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেট সিটি কোর্পোরশনের ৮নং ওয়ার্ডস্থ করের পাড়া শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির এর শিব মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। গত (২৫শে মার্চ) শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম করের পাড়ায় শিব মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন এর উদ্বোধন করেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রী জগদীশ চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট করেরপাড়া শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটি উপদেষ্ঠা ননী গোপাল দাশ, সুদীপ দেব, নীহার রঞ্জন দেব, অমল দে, কাস্টম অফিসার সজল দাশ, দিনাজ দেব, প্রভাত পাল, বলাই দত্ত, জীবন রায়, প্রজিৎ মোদক, অসোক চৌধুরী, সন্তোষ দেব, দিপক দেব, অ্ঞ্জন দে, মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরবিন্দু দাস ও সাধারণ সম্পাদক সুমিত দেব, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রিপন এষ চৌধুরী, সঞ্জয় দেব, গোপাল সেন, নিপু দেব, গৌরা সেন, নিকেতন দাশ, সুকেশ তালুকদার, কনকজোতি মজুমদার, সিদ্দার্থ শিবির, শাবলু পাঠক, লিটন পাল, রিপন ঘোষ, দিপক দাশ, রজত চক্রব্তী, রামকৃষ্ণ মজুমদার, যিশু চক্রবর্তী, পিন্টু চন্দ, মুন্না দত্ত, দিপু কাপালী সমীরন দাশ, সজল দাশ, কমল রায়, সুজিত ধর, শংকর দেব,আশীষ দে,মিঠু দাশ, ইঞ্জ” যিশুদাশ,সজীব চক্রবর্তী,রাজু দেব, মলয় কর, বাপ্পারাজ দত্ত, বিদ্যা চন্দ, শৈলেন দাশ প্রদ্দুত চন্দ্র, স্মৃতি চক্রবর্তী, সুমন চক্রবর্তী, মুন্না পাল, সৌরনীল দেব শীর্ষ, প্রমুখ গন ছাড়া আরো এলাকার মুরব্বিয়ান, ও ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। মন্দির পরিচালনা কমিটির-সদস্যগণ -এসময় এই মন্দির নির্মাণে সকলের সাহায্য-সহযোগিতা কামনা করেন ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain