শিরোনাম :
বিজিবি-বিএসএফ সম্মেলনে ১২ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করছে মার্কিন দূতাবাস ব্যাপক সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে কমিশন সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী গীতিকার আছাব আলীকে সংবর্ধনা ৩১ দফা হলো জাতীয় রূপরেখা গঠনের নতুন দিগন্ত: সাহেদ আহমদ মিরাবাজারে কোতোয়ালী পূর্ব জামায়াতের শীতবস্ত্র বিতরণ সীমান্তে বিজিবি অভিযানে ১কোটি ১৫ লক্ষাদিক টাকার চোরাচালান জব্দ সিলেটে মেডিকেয়ার ও যশোদা হাসপাতাল এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট শাখার যৌথ মতবিনিময় সভা সিলেটে ডিবির জালে ৫ জুয়াড়ি আটক

সিলেটে লিডারশিপ ডেভেলপমেন্ট অব টি গার্ডেন এর সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: লিডারশিপ ডেভেলপমেন্ট অব টি গার্ডেন ওমেন ওয়ার্কারস অন দেয়ার রাইটস প্রকল্পের অবহিতকরণ সভা মঙ্গলবার (১১ ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অক্সফাম বাংলাদেশের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে রিলায়েন্ট উাুমেন ডেভেলপমেন্ট অর্গনানাইজেশন-আর.ডব্লিউ.ডি.ও, সিলেট।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান। সভায় সভাপতিত্ব করেন আর.ডব্লিউ.ডি.ও এর নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রফিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ শাহিনা আক্তার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফখরুজ্জামান, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী, আ.ডব্লিউ.ুড.ও এর ভাইস এমাদ উল্লাহ শহিদুল হক, নির্বাহী সদস্য সমিক সহিদ জাহান, শাহজাদী খানম রেনা, অ্যাডভোকেট শিরিন আক্তার, ইউপি সদস্য হদেশ মুদি, ইউপি সদস্য আবুল কাশেম, ব্র্যাক এর জেলা কর্ডিনেটর অনিক আহমদ অপু, সিলেট যুব একাডেমির পরিচালক সাবিহা সুলতানা হেপি, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তামান্না নাহার, আইডিয়া’র সহকারী পরিচালক মো. সামিউল হক সামি, এফআইডিবি’র মঞ্জুরুল ইসলাম, একডো’র কর্ডিনেটর মোহন রবি দাস, প্রচেষ্ঠা’র কর্ডিনেটর মুক্তা দাস, ব্লাস্ট’র কর্ডিনেটর সত্যজিত দাস, এভাব’র সমন্বয়ক বাবুল আক্তার, আর.ডব্লিউ.ডি.ও এর কমিউনিটি ফেসিলেটর এলি দাস, সোমা বেগম, শম্পা বেগম, রেবা, শিলা, তিথি মান্না, নাসরনি বানু, হামিদ আহমদ, প্রোগ্রাম ফাইনেন্স এন্ড এডমিন মো. মহসিন রেজা, প্রজেক্ট কর্ডিনেটর জাহিদুল ইসলাম রশিদ, প্রজেক্ট অফিসার বাবুল কুমার সিংহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain