বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভা মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী আজ ২০-১০-২০২১ ইং তারিখে উনার ব্যক্তিগত ফেইসবুক এ ফেক আইডির বিষয়ে যা বললেন, সম্মানিত সুধীজন,
আস সালাম ওয়া আলাইকুম / আদাব
কিছুদিন পূর্বে একটা ফেসবুক প্রোফাইল আমার দৃষ্টিগোচরে আসে, যাতে অনুমতি ব্যতীত আমার নাম ব্যবহার করা হয়েছে এবং এ প্রোফাইলটি সম্পূর্ণ আমার অজ্ঞাতসারে চালু করা হয়েছে। “ জনতার মেয়র কামরান চৌধুরী ” নামের এ ফেসবুক প্রোফাইলটি আমি, আমার পরিবারের কোনো সদস্য কিংবা আমার সাথে ব্যক্তিগত, রাজনৈতিক বা দাপ্তরিকভাবে সংশ্লিষ্ট কেহ অথবা আমার মনোনীত কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ দ্বারা পরিচালিত নয়। কতিপয় স্বার্থান্বেষী বিদ্বেষ ছড়ানোর উদ্দেশে এই প্রোফাইল থেকে আমার নাম ব্যবহার করে আমার এবং বড়লেখার আরেকজন জনপ্রতিনিধির নামে মানহানীকর পোস্ট প্রদান করেছে। এর ধারাবাহিকতায়, ভবিষ্যতে আমার রাজনৈতিক মতাদর্শ এবং বিভিন্ন বিষয়ের পক্ষে-বিপক্ষে অবস্থান সংক্রান্ত তথ্যের অপপ্রচার রোধ করার নিমিত্তে বড়লেখা থানায় একটি জি.ডি. করা হয়েছে, যা ৭০৫ নং ক্রমিকের বিপরীতে লিপিবদ্ধ আছে।
নিম্নে উক্ত ফেসবুক প্রোফাইল-এর লিংক সংযুক্ত করলাম।
https://www.facebook.com/profile.php?id=100073370063735
এ প্রোফাইলের মাধ্যমে কোনো ব্যক্তিগত, রাজনৈতিক এবং পৌরসভার সেবা গ্রহণ করার জন্য কোনো তথ্য বা আপনার গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট আদান-প্রদান না করতে অনুরোধ করছি।
অনুরোধক্রমে,
আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী
মেয়র
বড়লেখা পৌরসভা