শিরোনাম :
ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমরান চৌধুরী হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ২৫ পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে দোকান মালিক ব্যবসায়ী সমিতির স্মারকলিপি গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা-মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু ২৩৭ আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা খন্দকার মুক্তাদির এমপি নির্বাচিত হলে প্রথমে সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নে কাজ করবেন : কয়েস লোদী সিলেটের ১৯ আসনের ১৪ টিতে একক প্রার্থী বাছাই বিএনপির, কারা পেলেন মনোনয়ন? সিলেটে যেভাবে নিষ্ক্রিয় করা হলো সীমান্ত থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক

রোটারির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৭৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী এমপিএইচএফ বলেছেন, প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত ১৫ বছরে বিশ্বমানচিত্রে নিজেদের উন্নয়নের জোরালো জানান দিয়েছে। অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে পাওয়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পুরো বিশ্ব অবাক হয়ে আমাদেরকে দেখেছে। এই স্বাধীনতা এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছেন। তাই তিনি আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। সারা বিশ্বব্যাপী রোটারি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। তার মধ্যে পোলিও কার্যক্রম অন্যতম সফল প্রজেক্ট। রোটারীর পোলিও টিকা শুরুর আগে সারা বিশ্বে প্রতি বছর ৩ লক্ষ শিশু আক্রান্ত হতো। এখন সেই সংখ্যা একদম সীমিত। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনী সংগ্রহ করে পড়তে হবে। কঠিণ জীবনবোধ এবং সঠিক নেতৃত্বের ধারণা পাবে। তাছাড়া রোটারি সম্পর্কেও তোমাদের জানা দরকার।

রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২, সুরমা জোনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ২০১৯-২০ রোটাবর্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ সিলেটের মিলনায়তন কক্ষে পিডিজি এ. আতাউর রহমান পীর এর সভাপতিত্বে ধন্যবাদ প্রস্তাব পেশ করেন ১৯-২০ রোটাবর্ষের ট্রেজারার মিজানুর রহমান। রোটারিয়ান ইকবাল হোসেন এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পিপি মো. সেলিম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব জালালাবাদ এর সভাপতি আলী আশরাফ চৌধুরী খালেদ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তাপাদার, রোটারিয়ান কামরুজ্জামান মাসুম প্রমূখ।
অনুভূতি পেশ করেন শিক্ষিকা মৌসুমি আক্তার খানম ও শিক্ষার্থী নির্জরা আক্তার মণিকা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জুই আক্তার খান এবং মোনাজাত করান ডেপুটি গভর্নর কামাল উদ্দিন ভুইয়া।
উল্লেখ্য, সিলেট নগরীর বাছাইকৃত ১০টি স্কুলে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০টি স্কুলের সর্বমোট ১০০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain