 
																
								
                                    
									
                                 
							
							 
                    অনুসন্ধান নিউজ :: আঞ্জুমান মুফিদুল ইসলাম এর উদ্যোগ বুধবার (৬ জুলাই) সকালে সিলেট সদর খাদিমনগর ইউনিয়নের মোড়ারগাঁও, দাফনাটিলা, উমদারপাড়া, মহালদিক, ধুপাগুল এলাকায় আঞ্জুমান মুফিদুল ইসলাম এর কেন্দ্রীয় সভাপতি মুফলে ওসমানীর নির্দেশে ৩’শত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ চৌধুরী, ট্রেজারার ইমরান আহমেদ প্রমুখ।
ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। বিভিন্ন দুর্যোগের ন্যয় এবারের বন্যায় মানবতার কল্যাণে ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’ এগিয়ে এসেছে। এভাবে সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে। এতে সমাজ উপকৃত হবে ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘব হবে।
উল্ল্যেখ্য, আঞ্জুমান মুফিদুল ইসলাম হতদরিদ্র মানুষের কল্যানে সিলেট জেলায় এম্বুলেন্স সেবা, বেওয়ারিশ লাশবাহী গাড়ি ফ্রি সার্ভিস ও একটি ইয়াতিম মাদ্রাসা স্থাপন ও আত্মনির্ভরশীল কাজে মানুষের জন্য কাজ করে আসছেন। বিজ্ঞপ্তি