নিউজ ডেস্ক :: জালালাবাদ থানার শিবের বাজার পুলিশ ফাঁড়ি পুলিশের মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ১০ বছরের সাজা পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী সৈয়দুর রহমান। সে জালালাবাদ থানার মানসীনগর (উত্তরপাড়া) এলাকার আব্দুর নুরের ছেলে।
আসামী সৈয়দুর রহমানের বিরুদ্ধে জালালাবাদ থানায় মূলতবী থাকা জিআর সাজা পরোয়ানা দায়রা নং-১১৬৭/১১, জিআর নং-৬১/১০, ধারা-৩৯৫ পেনাল কোড এর ১০ বছর সশ্রম কারাদন্ড ও ৫০০০ (পাঁচ হাজার) টাকার অর্থদন্ড জরিমানা ছিল। উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন। এসএমপি জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান শনিবার (২৩ জুলাই) সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।