অনুসন্ধান নিউজ :: শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী ১৪২৯ বাংলা উদযাপন উপলক্ষ্যে, শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্ঠমী উদযাপন পরিষদ, শ্রীহট্ট কর্তৃক প্রস্তুতি সভা মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সুসেন্দ্র চন্দ নমঃ খোকন এর সভাপতিত্বে ও জ্যোতি মোহন বিশ্বাস এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী রঙ্গলাল বিশ্বাস।
সভায় সর্বসম্মতিক্রমে ক্ষিতিশ চন্দ্র সরকারকে আহ্বায়ক ও সত্যকুমার বিশ্বাসকে সদস্য সচিব করে ১৪২৯ বাংলা জন্মাষ্ঠমী উদযাপনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা সুখময় বিশ্বাস যাদব, ডা. হিরণ মোহন বিশ্বাস, পাচু মোহন বিশ্বাস, এ্যাড. রঞ্জিত বিশ্বাস, ডা. বিমল কান্ত সরকার, রাখাল সরকার, মনোরঞ্জন বিশ্বাস, ধনঞ্জয় সরকার, সুজন বিশ্বাস, তপন দাস, কানাই বিশ্বাস, সত্য রঞ্জন বিশ্বাস, নিরেশ বিশ্বাস।
উপস্থিত ছিলেন, অসিত সরকার, সুবোধ সরকার, নরেন্দ্র বিশ্বাস, কৃষ্ণ ধন গোস্বামী, সুকেশ বিশ্বাস, রতন নমঃ, স্বাধীন পাত্র, নরেন্দ্র পাত্র, নিখিল নমঃ, কাজল সরকার, জনি সরকার, রতন নমঃ, সুকেশ রায় প্রমুখ।