শিরোনাম :
সিলেটে ২০ কেজি গাঁজাসহ তরুণী আটক গোয়াইনঘাটে অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক অভিযানে সম্মান পেলেন -ওসি তরিকুল ইসলামের সিলেট মহানগর ১০নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলন সম্পন্ন সিলেট মহানগর ৩৭নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী সভা নগরীর কালীঘাটসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে খন্দকার মুক্তাদির মাজার জিয়ারতের মধ্যদিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন এমরান চৌধুরী সিলেট সিটি নির্বাচনে অংশ নেওয়া ৪৩ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি সিলেট-৪ আসনে মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ টানা-পোড়েন তারেক রহমানের নির্দেশনা অমান্য করে সাজুর মোটরসাইকেল শোডাউনে হতাশ নেতাকর্মীরা সিলেটে দেওয়ানী আদালতে মামলা নিষ্পত্তির হার ১০৫ শতাংশ

সিলেটে ‘বাংলাদেশ এ‍্যাথলেটিকস ফেডারেশন’র মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৮৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট ভিত্তিক রানার্স, এ‍্যাথলেটস ও সুধীজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সিলেটের একটি হোটলের সেমিনার কক্ষে এসভাটি অনুষ্ঠিত হয়। সভার পূর্বে ভোর বেলায় প্রধান অতিথি ও শতাদিক রানার্সের অংশগ্রহনে ধোপাদিঘীরপাড় থেকে ১০কিমি প্রীতি ও শুভেচ্ছা রান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ‍্যাথলেটস ফেডারেশন সাধারণ সম্পাদক এ‍্যাডভোকেট আব্দর রকিব মন্টু।

বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের উপ পরিচালক মো. রাশিদুল হাসান এবং সিলেট জেলার মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়াম চৌধুরী মাম্মি।

আঞ্চিলক পরিচালক (অবঃ) সিনিয়র এ‍্যাথলেটস কৃষিবিদ মো. আবু নাছেরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিলেট ফিটনেস ক্লাবের সভাপতি প্রফেসার আজাদ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্যে রাখেন খ‍্যাতনামা রানার নাসরিন বেগম।

রানার্স সংগঠনদের মধ‍্যে সুনামগঞ্জ ফিটনেস কমিউনিটির মাসুক আমিন, সিলেটি রানার্সের হাসান দোজা, সিলেট ফিটনেস ক্লাবের জুবায়ের আহমেদ, সিলেট রানার্স কমিউনিটির হাসান আহমেদ, ভোরের পাখি সংগঠনের জাকির হোসেন, সিলেট ম‍্যারাথন রানার্সের বিশ্বজিৎ দাস, এক্সট্রিম রানার্স কমিউনিটির রাজীব দাস এবং সুরমা রানার্সের নজরুল ইসলামসহ মুক্ত আলোচনায় অনেক রানার বক্তব্য রাখেন।

প্রধান অতিথি আগস্ট মাস শোকের মাসকে শক্তিতে রুপান্তরিত করার জন‍্য নিয়মিত দৌড়ানো, শরীরচর্চা, ক্রীড়া ও এ‍্যাথলেটিকস কার্যক্রমের উপর গুরুত্ব প্রদানের জন‍্য সকলকে আহবান করেন। তিনি সিলেটের এ‍্যাথলেটিকসের উন্নয়নে প্রশিক্ষণ, আন্তজার্তিক ম‍্যারাথন ইভেন্ট, জাতীয় ও আন্তজার্তিক এ‍্যাথলেটস প্রতিযোগিতায় অংশগ্রহণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন মানুষের দৌড়ানোর আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ সুযোগে যেনতেন রানিং গ্রুপ বা রানিং কমিউনিটি নামে পেসবুক পোস্ট দিয়ে ম‍্যারথন ইভেন্ট আয়োজনের মাধ‍্যমে অবৈধ বানিজ‍্য ও প্রতারণা করার চেষ্টায় লিপ্ত হচ্ছে। তাই বাংলাদেশ এ‍্যাথলেটিকস ফেডারেশনের সম্পৃক্ততা ছাড়া বা খোজ খবর না নিয়ে কোন ম‍্যারথন ইভেন্টে অংশগ্রহণ না করার জন‍্য রানার্সদের আহবান করেন।

সভায় বক্তারা শরীরচর্চার উত্তম উপায় হিসাবে দৌড়বিদেরকে নিয়ে কেউ যেন ম‍্যারথন ইভেন্ট করে প্রতারণা না করতে পারে সেজন‍্য বাংলাদেশ এ‍্যাথলেটস ফেডারেশনকে কার্যকর হস্তক্ষেপ করার অনুরোধ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain