শিরোনাম :
জামায়াতে ইসলামী সিলেট মদিনা মার্কেটে ঐতিহাসিক সিরাত মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত সিলেটে আলোচিত সুলতান ডাইনকে জরিমানা দূর্গাপুজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিজিবির মতবিনিময় র‍্যাবের অভিযানে ৩ নারী ১ পুরুষ আটক সিলেটে প্রাইভেটকারে মিললো ১২ লাখ টাকার ভারতীয় ক্রিম বিয়ানীবাজার দুবাগ ইউনিয়ন বিএনপির জনসভা নতুন প্রজন্মকে মানবিক মুল্যবোধে উজ্জ্বীবিত করতে হবে-প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী শেরপুরে পাহাড়ি ঢলে আঞ্চলিক সড়কে ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংলাপ ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়না ঘর-ভাতের হোটেল : মল্লিক

লায়ন্স ক্লাব অক্টোবর সার্ভিস মাস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‍্যালী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের অক্টোবর সার্ভিস মাস উপলক্ষে জেলা ৩১৫বি১ এর সিলেট বেইসড লায়ন্স ক্লাবসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লায়ন্স শিশু হাসপাতালে পর্যন্ত বর্নাঢ্য র‍্যালী করেছে সিলেট লায়ন্স ক্লাব, সিলেট
সুরমা লায়ন্স ক্লাব, সিলেট সিটি লায়ন্স ক্লাব, সিলেট রোজ লায়ন্স ক্লাব ও সিলেট হলিসিটি লায়ন্স ক্লাব। র‍্যালীর শুরুতে বর্নীল বেলুন উড়িয়ে অক্টোবর সার্ভিস মাসের শুভ সুচনা করেন প্রধান অতিথি লায়ন্স জেলা ৩১৫ বি-১ এর জেলা গভর্নর লায়ন শরীফ আলী খান এমজেএফ আইপিডিজি লায়ন শাহেনা রহমান এমজেএফ এবং ফাষ্ট ভাইস জেলা গভর্নর লায়ন লুতফুর রহমান এমজেএফ।

র‍্যালী পরবর্তী লায়ন্স শিশু হাসপাতালে ২০২২-২০২৩ এর জেলা গভর্নর লায়ন শরীফ আলী খান এমজেএফ -এর কল ডব ঝবৎারপব ঙঁৎ ঈড়সসঁহরঃু শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে. মুল বক্তব্য উপস্থাপন করেন সিলেট ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটির এসেস্ট্যান্ট প্রফেসর প্রনব কান্তি দাস। অক্টোবর সার্ভিস মাস অবজারভেশন কমিটি সিলেট বেইসড এর চেয়ারম্যান লায়ন
ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের এর সভাপতিত্বে ও লায়ন মুহিতুর রহমান
এমজেএফ এর সঞ্চালনায় সেমিনারে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেবিনেট
সেক্রেটারি লায়ন মীর সফিকুল ইসলাম কনক, কেবিনেট ট্রেজারার লায়ন ডাঃ
খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান এমজেএফ, অক্টোবর সার্ভিস মাস
অবজারভেশন কমিটির চেয়ারম্যান লায়ন ড. সরওয়ার জাহান জামিল।
অনুষ্ঠান দ্#ু৩৯;টিতে আরো উপস্থিত ছিলেন জেলা গভর্নর এর পত্নী লায়ন রেখা শরিফ, ফাস্ট ভাইস জেলা গভর্নর এর পত্নী লায়ন রুবি শিরিন রহমান, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন জুবায়ের আহমদ চৌধুরী, ডিস্ট্রিক্ট জিএসটি কোঅর্ডিনেটর লায়ন আতিকুজ্জামান চৌধুরী ইমন, জিএমটি কোঅর্ডিনেটর লায়ন ফিরুজ আহমদ, অক্টোবর সার্ভিস মাস অবজারভেশন কমিটির সেক্রেটারি লায়ন তানভীর আহমদ, ট্রেজারার লায়ন আফজাল সরদার, অক্টোবর সার্ভিস
মাস সিলেট বেইসড অবজারভেশন কমিটির এডভাইজার লায়ন আছমা কামরান,
লায়ন নাজনীন হোসেন, লায়ন মনসুর আলম চৌধুরী, কো-চেয়ারম্যান কে শেলী,
লায়ন সাজুয়ান আহমদ, লায়ন ইমরান আহমদ এমজেএফ, লায়ন আমিন উদ্দিন আহমদ,
সেক্রেটারি লায়ন এডভোকেট গংগেশ চন্দ্র দাশ, জয়েন্ট সেক্রেটারি লায়ন
আব্দুল্লাহ আল মামুন শ্যামল, ট্রেজারার লায়ন দেলোয়ার হোসেন চৌধুরী, লায়ন ডাঃ
মোহাম্মদ তহুর আব্দুল্লাহ, মেম্বার লায়ন মুহিতুর রহমান এমজেএফ, লায়ন কাজী
আব্দুল মুকিত, সিলেট সুরমা লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন মাহমুদা
সুলতানা, সেক্রেটারি লায়ন সানজিদা খাতুন, সিলেট লায়ন্স ক্লাব সেক্রেটারি
লায়ন হুমায়ুন আহমদ, সিলেট সিটি লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন আনোয়ার
রশিদ, সেক্রেটারি লায়ন খালেদ বিন রশিদ, ট্রেজারার লায়ন মাহফুজ আহমদ, সিলেট রোজ লায়ন্স ক্লাব সেক্রেটারি লায়ন খন্দকার মোঃ আলী আফজাল রিপন, লায়ন এডভোকেট আফজালুর রহমান, লিও ক্লাব অব সিলেট-২ এর লিও নাঈম আহমদ, লিও ইমরান আহমদ, লিও শাহজাহান আহমদ এবং লিও সায়েল আহমদ প্রমুখ। সেমিনার শেষে সিলেটের সকল লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সিলেটে দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain