শিরোনাম :
শেরপুরে পাহাড়ি ঢলে আঞ্চলিক সড়কে ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংলাপ ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়না ঘর-ভাতের হোটেল : মল্লিক সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সদস্য শিক্ষা শিবিরে এডভোকেট জুবায়ের সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে প্রাণ গেল পুলিশের বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদ গঠন শাবি ভিসি’র বাংলোর সিসিটিভি’র হার্ডডিস্ক ‘গায়েব’ হিউম্যান রাইটস’র চেয়ারম্যান দেলোয়ার খানের বিদায়ী সংবর্ধনা কবি ও লেখক বাবুল দেবের রচিত নাড়ির টান ও প্রতিদিন প্রতিক্ষণ বই দুটির প্রকাশনা উৎসব ফেঞ্চুগঞ্জে সংবর্ধনায় খান জামাল-গনহত্যায় জড়িতদের জাতী ক্ষমা করবেনা

ওসমানীনগরের সমাবেশের প্রচারপত্র বিতরণকালে ইলিয়াস পত্নীর গাড়িতে হামলা!

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে প্রচারপত্র বিতরণের সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেলের দিকে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে। স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন ইলিয়াস পত্নী।

এই সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৮ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘আমরা সমাবেশ সফলের জন্য বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি করে আসছিলাম। গোয়ালাবাজারে আসলে ছাত্রলীগ আমার গাড়িতে হামলা করেছে। সেখানে পুলিশ উপস্থিত ছিল। তারপর আমি গাড়ি নিয়ে ওখান থেকে চলে এসেছি।’

তবে বাধার পরও প্রচারপত্র বিলি করেছেন বলে জানান লুনা। তিনি বলেন, ‘তারা বাধা দিয়েছে। কিন্তু আমি তো সেই বাধা মানব না।’

অন্যদিকে প্রচারপত্র বিলির সময় বিএনপির ২ নেতাকে আটক করেছে পুলিশ। তারা হলেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ফয়সল আহমদ মিলন ও উমরপুর ইউনিয়ন বিএনপির নেতা নুরুল ইসলাম।

এদিকে ইলিয়াস পত্নীর গাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া জানান, প্রতিষ্ঠাবার্ষির্কী পালন করতে গোয়ালাবাজার এলাকায় কেক কাটছিলেন যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা ইলিয়াস আলীর স্ত্রীকে সাথে নিয়ে হামলা করে। হামলায় যুবলীগের ৬ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান তিনি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় অভিযোগ দেওয়া হলে মামলা নেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain